কেউ শিক্ষক। কেউ লেখক। কেউ নায়ক। কেউ নায়িকা। কেউ শিল্পপতি। কেউ রসনাবিলাসী। কেউ ক্রীড়াবিদ। কেউ শিল্পী।
বৃহত্তর বাঙালি পরিবার এবং সমাজজীবনের নানা পরিসরে নানা ক্ষেত্রের কৃতীদের প্রতি বছর সম্মান জানায় আনন্দবাজার অনলাইন।
এ বার কারা ‘বছরের বেস্ট’? জানা যাবে শুক্রবার, ২১ এপ্রিল সন্ধ্যায়।
অনুষ্ঠান শুরু সন্ধ্যা ৭টা ১৫-তে। আইটিসি রয়্যাল বেঙ্গলে। সরাসরি সম্প্রচার দেখা যাবে আনন্দবাজার অনলাইনের প্রথম পাতায়।
সন্ধ্যা ৭.১৫ থেকে সরাসরি সম্প্রচার দেখা যাবে ‘বছরের বেস্ট ২০২২’-এর বিশেষ পাতাতেও।
সম্মানজ্ঞাপনের সন্ধ্যায় সঙ্গী আনন্দবাজার অনলাইনের পার্টনাররাও। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। দীর্ঘ দু’দশকেরও বেশি সময় ধরে ম্যানেজমেন্ট শিক্ষাজগতে প্রথম সারির প্রতিষ্ঠান।অনুষ্ঠানটি ‘পাওয়ার্ড বাই’ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এবং মার্লিন গ্রুপ। ‘কো-পাওয়ার্ড বাই’ পিসি চন্দ্র জুয়েলার্স, শ্রী মণি ভাস্কর, বাফেটো, বন্ধন মিউচুয়াল ফান্ড। অ্যাসোসিয়েট পার্টনার বাঞ্ছারাম, খুকুমণি সিন্দুর ও আলতা, গ্রেট ইস্টার্ন রিটেইল, এএম মেডিক্যাল সেন্টার, আনন্দ পাবলিশার্স, অরুণ সাইন এবং স্কিপার পাইপস।
অনুষ্ঠান সম্পর্কে বিশদে জানতে ক্লিক করুন নীচের লিঙ্কে: www.anandabazar.com/events/bochorer-best-2022