Advertisement
১৮ মে ২০২৪

বকেয়া ডিএ নিয়ে সরকার চুপ, সরব বিরোধীরা

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বুধবারও প্রশ্ন এড়িয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্যের সরকারি কর্মী-অফিসারদের বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ ৫২ শতাংশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ০৩:০৫
Share: Save:

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বুধবারও প্রশ্ন এড়িয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

রাজ্যের সরকারি কর্মী-অফিসারদের বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ ৫২ শতাংশ। রাজ্যে দ্বিতীয় বার তৃণমূল সরকার গঠনের পর থেকে এ বিষয়ে বেশ কয়েকবার বিধানসভায় প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। এ দিন ফের বিষয়টি নিয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব এনে আলোচনা দাবি করে কংগ্রেস। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব নাকচ করে দেন। প্রতিবাদে সভা থেকে ওয়াক আউট করে কংগ্রেস ও বামেরা।

পরে বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, ‘‘কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মী মিলিয়ে রাজ্যের প্রায় ১৩ লক্ষ মানুষ মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। যত দিন সরকার এর সদুত্তর না দেবে, তত দিন এ ব্যাপারে বিধানসভায় প্রশ্ন তুলে যাব।’’ যদিও মান্নানদের প্রস্তাব খারিজের কারণ ব্যাখ্যা করে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘সম্প্রতি অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় বিরোধীরা ডিএ-র প্রসঙ্গ তুলেছিলেন। বিধানসভার নিয়মেই রয়েছে, কোনও একটি বিষয় একবার আলোচনা হয়ে গেলে সঙ্গে সঙ্গে তা আর উত্থাপন করা যায় না।’’ তবে অনাস্থা-বিতর্কেও যে মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী বকেয়া ডিএ নিয়ে রা কাটেননি, সে ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি পার্থবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

DA Opposition Assembly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE