জনপ্রতিনিধিদের বাদ দিয়ে পুরসভায় মাথায় কেন মহকুমাশাসক? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ তৃণমূলেরই ১০ কাউন্সিলর। পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তাঁরা উচ্চ আদালতে মামলা করেছেন। বিদ্রোহী তৃণমূল কাউন্সিলরদের সমর্থন জানিয়েছেন বিজেপি এবং কংগ্রেস কাউন্সিলরেরাও। চলতি সপ্তাহে বিচারপতি গৌরাঙ কান্তের বেঞ্চে ওই মামলার শুনানি হতে পারে।
গত ১৬ মে রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলের ১০ জন কাউন্সিলর। তাঁদের সমর্থন করেন দু’জন কংগ্রেস এবং এক জন বিজেপি কাউন্সিলর। সেই ঘটনার পরে গত ১৯ মে পুরসভার চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়। পুরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয় মহকুমাশাসককে।
পুর ও নগরোন্নয়ন দফতরের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন রঘুনাথপুর পুরসভার ১৩ জন কাউন্সিলর। তাঁদের বক্তব্য, ‘‘চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে অনাস্থা আনা হয়। কাউন্সিলরেরা ভোটাভুটির মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচিত করতেন। কিন্তু সেই অধিকার কেড়ে নেওয়া হল।’’
গত মঙ্গলবার পুরপ্রশাসক হিসাবে দায়িত্ব পেয়েছিলেন রঘুনাথপুরের মহকুমা শাসক বিবেক পঙ্কজ। তিনি সেই সময়ে বলেছিলেন, ‘‘নির্দিষ্ট সময়ে আস্থা ভোট করা হবে। তার পর নতুন পুরপ্রধান যিনি হবেন, তাঁকে দায়িত্বভার দেওয়া হবে।’’