পুলিশে চাকরি পেলেন নিহত পুলিশ অফিসার অমিতাভ মালিকের স্ত্রী, বিউটি মালিক। মাস দুয়েক আগে দার্জিলিংয়ে বিমল গুরুঙ্গকে ধরতে অভিযানে গিয়ে তাকদা-র জঙ্গল এলাকায় গুলিতে মৃত্যু হয় ওই অফিসারের। তার পরেই বিউটি জানিয়েছিলেন, ‘‘আমি স্বামীর মতো অফিসার হয়ে গুরুঙ্গকে ধরতে চাই, এই হত্যার প্রতিশোধ নিতে চাই।’’
আরও পড়ুন: লগ্নির লক্ষ্মীলাভে ভরসা সম্প্রীতিও
অমিতাভর মৃত্যুর পরে বিউটিকে পুলিশ চাকরি দেওয়ার জন্য সরকারি ভাবে নাড়াচাড়া শুরু হয় তখনই। চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয় বিউটিকেও। বিউটি এখন বারাসতে রয়েছেন, তাঁর বাপের বাড়িতে। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপারকে সরকারি ভাবে নির্দেশ দেওয়া হয়েছে, বিউটির বাড়ির কাছাকাছি কোনও এলাকায় যেন চাকরির ব্যবস্থা করা হয়। প্রশাসনিক সূত্রের খবর, বিউটির বাড়ির কাছেই ময়না এলাকার থানায় লোয়ার ডিভিশন ক্লার্কের পদে চাকরির ব্যবস্থা করা হয়েছে।