বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং সম্পর্কে ছেড়ে বেরিয়ে আসার অভিযোগে বনগাঁর এক কাউন্সিলরের বাড়ির সামনে ধর্না দিলেন এক মহিলা। ওই কাউন্সিলর অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।
বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলেছেন ওই মহিলা। তিনি বলেন, ‘‘ও দীর্ঘ এক বছর ধরে আমার সঙ্গে সম্পর্কে ছিল। সেই জন্য আমি বাড়ি ছেড়ে ভাড়াবাড়িতে থাকছিলাম। কিন্তু কয়েক দিন ধরে ও আমার সঙ্গে যোগাযোগ রাখছে না। যোগাযোগ করলে হুমকি দিচ্ছে। আমার জীবন নষ্ট করেছে ও।’’
পরে পুলিশ ঘটনাস্থলে যায়। মহিলা থানায় অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে অভিযোগকারিণীকে। তার পরেই সেখান থেকে চলে যান মহিলা।
কাউন্সিলর অবশ্য মহিলার সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘মহিলার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। এ রকম কোনও ঘটনা ঘটেনি।’’ মহিলা দাবি করেছিলেন, তাঁর সঙ্গে কাউন্সিলেরর ছবিও আছে। সে ব্যাপারে কাউন্সিলর বলেন, ‘‘এখন তো এআই দিয়েও ছবি বানানো যায়।’’
গোটা ঘটনা নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘‘কাউন্সিলরের মাথায় জেলা তৃণমূল নেতৃত্বের হাত রয়েছে। ছবিও রয়েছে। তাই পুলিশ কাউন্সিলরকে ধরছে না।’’ এ প্রসঙ্গে চিরঞ্জিত বলেন, ‘‘নরেন্দ্র মোদীর সঙ্গেও তো অনেকের ছবি আছে। তাতে কী? যদি কেউ দোষী হয়, আইন তাঁকে সাজা দেবে।’’