মাকে নিয়ে মেয়ে হাসপাতালে গিয়েছিলেন তাঁর চিকিৎসা করাবেন বলে। সেখানেই হাজির হলেন মহিলার স্বামী। হাসপাতালেই শুরু দাম্পত্য কলহ। ঝগড়ার মধ্যে স্ত্রীর গলায় ছুরি চালালেন যুবক। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে। স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন স্বামী। স্ত্রীর চিকিৎসা চলছে ওই হাসপাতালে।
সোমবার সকালে মাকে নিয়ে সিউড়ি সদর হাসপাতালে গিয়েছিলেন এক মহিলা। তাঁর অভিযোগ, সেখানে আচমকা হাজির হন তাঁর স্বামী। আগের দিন তাঁদের ঝগড়া হয়েছিল। তার জেরেই তাঁকে হাসপাতালের মধ্যে খুনের চেষ্টা করেন স্বামী। প্রত্যক্ষদর্শীরা জানান, দু’জনের মধ্যে বচসা হচ্ছিল। কিছু ক্ষণ কথা কাটাকাটির পর হাতাহাতি শুরু করেন ওই দম্পতি। ঠিক তখনই একটি ছুরি বার করে স্ত্রীর গলায় কোপ বসিয়ে দেন যুবক। তার পর সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। হাসপাতালের মধ্যে এমন একটি ঘটনায় হতচকিত হয়ে যান অন্যান্য রোগী থেকে হাসপাতালের কর্মীরা। চিৎকার-চেঁচামেচি শুরু হয়। তৎক্ষণাৎ পুলিশে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি রক্তাক্ত ওই বধূকে উদ্ধার করে তাঁর চিকিৎসা শুরু হয়।
পরে গলায় ব্যান্ডেজ পরানো অবস্থায় আক্রান্ত বধূ বলেন, ‘‘প্রায়শই আমাকে মারধর করে স্বামী। আজ মাকে নিয়ে হাসপাতালে এসেছিলাম। হঠাৎ ও এসে আমায় মারধর শুরু করল। তার পর ছুরির মতো কিছু একটা দিয়ে আমায় খুনের চেষ্টা করে।’’ কেঁদে ফেলেন মহিলা। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে এই হামলা, তা জানার চেষ্টা চলছে। গোটা ঘটনায় শোরগোল এলাকায়।