শুধু পরের পর কল্যাণ প্রকল্প চালু করলেই হবে না। চাই তার লাগাতার প্রচার, যাতে প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছয়। সেই সঙ্গে চাই মেয়েদের আরও কাজ আর প্রকল্পের উপরে নজরদারি। সামাজিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পদক্ষেপের পূর্ণাঙ্গ মূল্যায়ন করে এই মর্মে রিপোর্ট দিয়েছে বিশ্বব্যাঙ্ক। মহিলাদের ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষা খাতে রাজ্য সরকারকে ঋণ দেওয়ার আশ্বাস আগেই দিয়েছিল তারা। প্রশাসনিক সূত্রের খবর, কল্যাণ প্রকল্পের ‘সোশ্যাল অডিট’ বা সামাজিক সমীক্ষার সুপারিশও করা হয়েছে বিশ্বব্যাঙ্কের রিপোর্টে।
রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই সমাজকল্যাণ খাতে উল্লেখযোগ্য হারে বরাদ্দ করে চলেছে। দুর্বল অংশের মানুষকে সহযোগিতা করতে এখনও পর্যন্ত বিভিন্ন দফতরের মাধ্যমে প্রায় ৪০০টি কর্মসূচি চালাচ্ছে তারা। বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে মহিলাদের ক্ষমতায়নে। সরকার যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বয়স্কা, স্বামীহারা, তফসিলি জাতি-জনজাতি, বয়ঃসন্ধির মেয়েদের ক্ষমতায়নের চেষ্টা চালাচ্ছে, সেটা বিশ্বব্যাঙ্কের নজর এড়ায়নি। তাই মহিলাদের ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা খাতে রাজ্যকে প্রায় ১২.৫০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা বিবেচনা করছে তারা। সমান্তরাল ভাবে ‘জয় বাংলা’র অভিন্ন মাধ্যমে সব কর্মসূচি চালানোর প্রস্তুতি চালাচ্ছে রাজ্য। এর ফলে একটি পোর্টালের মাধ্যমে নিজের উপযুক্ত প্রকল্প বাছাইয়ের সুবিধা পাবেন উপভোক্তা।