পরপর হামলার জেরে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হল বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়কে।তাঁকে এক্স ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে।দিলীপ ঘোষ, মুকুল রায় এবং রাহুল সিংহ—রাজ্যের এই তিন শীর্ষ স্থানীয় বিজেপি নেতার পর জয় বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে।
নিরাপত্তা পাওয়ার পর জয়ের বাড়িতে সব সময়ের জন্য তিনজন সিআইএসএফ জওয়ান মোতায়েন থাকবেন। জয়বাড়ির বাইরে কোথাও গেলে নিরাপত্তার জন্য তাঁর গাড়িতে থাকবেন দু’জন সিআইএসএফ জওয়ান।
বিজেপি সূত্রের খবর, সম্প্রতি বিজেপি নেতাদের উপর হামলার ঘটনা বেড়েছে। সাম্প্রতিক কালে জয় বন্দ্যোপাধ্যায়ের উপরেও কয়েক বার হামলা হয়। হুগলির চণ্ডীতলার মশাটে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সভা থেকে বাড়ি ফেরার পথে হামলা চালানো হয় বিজেপি নেতা জয়ের গাড়িতে। ডানকুনির কালীপুরের কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। বাঁশ দিয়ে ভেঙে দেওয়া হয়গাড়ির পেছনের কাচও। সব দিক খতিয়ে দেখেই বিজেপি নেতৃত্ব তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেন।