Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বিপদ বেড়েছে, হালিম স্মরণে ইয়েচুরি

কেন্দ্র-রাজ্য সম্পর্ক নতুন করে বিন্যাসের দাবিতে এক সময়ে প্রবল সরব ছিলেন জ্যোতি বসু, ইএমএস নাম্বুদিরিপাদেরা। পরিবর্তিত পরিস্থিতিতে এখন একই সুর মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অরবিন্দ কেজরীবালের গলায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ০৪:১৬
Share: Save:

কেন্দ্র-রাজ্য সম্পর্ক নতুন করে বিন্যাসের দাবিতে এক সময়ে প্রবল সরব ছিলেন জ্যোতি বসু, ইএমএস নাম্বুদিরিপাদেরা। পরিবর্তিত পরিস্থিতিতে এখন একই সুর মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অরবিন্দ কেজরীবালের গলায়। সেই সুরই বজায় রেখেই সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি অভিযোগ করলেন, অতীতের অন্যান্য সরকারের তুলনায় কেন্দ্রের বর্তমান সরকারের হাতে দেশের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বেশি বিপন্ন। কারণ, একই সঙ্গে অর্থনৈতিক বৈষম্য ও সাম্প্রদায়িক মেরুকরণের আক্রমণ এখন রাজ্যে রাজ্যে মোকাবিলা করতে হচ্ছে।

বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে কলকাতায় তাঁর নামাঙ্কিত স্মারক বক্তৃতায় বুধবার ইয়েচুরির অভিযোগ, ‘‘এই কেন্দ্রীয় সরকার আন্তঃরাজ্য পরিষদের বৈঠকও ডাকে না। রাজ্যগুলোর সম্পদ থেকে নিজেদের আয়ের রাস্তা প্রায় বন্ধ। রাজ্যগুলোকে ভিক্ষার পাত্র নিয়ে কেন্দ্রের দরজায় দাঁড়াতে হচ্ছে!’’ অনেকেই সিপিএমের এই অভিযোগের সঙ্গে মমতার এখনকার অবস্থানের মিল পাবেন। তা আন্দাজ করেই ইয়েচুরি মনে করিয়ে দিয়েছেন, কেন্দ্র-রাজ্য সম্পর্ক নতুন করে খতিয়ে দেখার দাবি তাঁরা বহু দিন থেকেই তুলে আসছেন। সেই সঙ্গেই উল্লেখ করেছেন, আটের দশকের গোড়ায় কলকাতায় এই নিয়ে অ-কংগ্রেস রাজ্য সরকারগুলির মুখ্যমন্ত্রী সম্মেলন আয়োজনে বড় ভূমিকা ছিল প্রাক্তন মন্ত্রী ও স্পিকার হালিমের।

ইয়েচুরির যুক্তি, হিন্দু রাষ্ট্র গড়ে তোলা আরএসএসের মতাদর্শগত লক্ষ্য। তাদের রাজনৈতিক যন্ত্র হিসাবে কেন্দ্রের বিজেপি সরকার কাজ
করছে। আর এ রাজ্যেও মেরুকরণে মদত দিচ্ছে শাসক দল। বাংলার পরিস্থি্তি তাই অতীতের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। স্মারক বক্তৃতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ সৈয়দ আহমেদ মালিহাবাদী, পরিষদীয় বিশেষজ্ঞ দিলীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

hasim abdul halim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE