Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Youth Congress

যুব কংগ্রেসে আজ নির্বাচনের ফলাফল

যুব কংগ্রেসের এক এক জন সদস্য প্রদেশ যুব সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা সভাপতি ও বিধানসভা কেন্দ্রের সভাপতি— এই চারটি পদের জন্য অনলাইন ভোট দিয়েছেন।

বাংলায় প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পদের জন্য প্রার্থী হয়েছিলেন ১১ জন!

বাংলায় প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পদের জন্য প্রার্থী হয়েছিলেন ১১ জন! প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ০৬:০৯
Share: Save:

অনলাইন ভোট-পর্ব মিটে যাওয়ার তিন মাস ফরে ফল ঘোষণা হতে চলেছে যুব কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনের। সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়েছে শুক্রবার। কংগ্রেস সূত্রের খবর, তার পরের দিন, আজ, শনিবার ঘোষণা হতে চলেছে যুব কংগ্রেসের নির্বাচনের ফলাফল। এ বার যুব কংগ্রেসের সদস্যপদ এবং নির্বাচন, দুই প্রক্রিয়াই একসঙ্গে অনলাইন করা হয়েছিল। এক প্রস্ত সময়সীমা সম্প্রসারণের পরে সেই প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল গত ২ জুলাই। স্ক্রুটিনির জন্য ফল প্রকাশে সময় লাগছে বলে কংগ্রেস সূত্রে ব্যাখ্যা দেওয়া হয়েছিল। এ বার বাংলায় প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পদের জন্য প্রার্থী হয়েছিলেন ১১ জন! নতুন সাংগঠনিক নিয়ম অনুযায়ী, সর্বাধিক ভোট পাওয়া তিন জন প্রার্থীকে দিল্লিতে ডেকে ইন্টারভিউ নেওয়ার কথা সর্বভারতীয় নেতৃত্বের। যুব কংগ্রেসের এক এক জন সদস্য প্রদেশ যুব সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা সভাপতি ও বিধানসভা কেন্দ্রের সভাপতি— এই চারটি পদের জন্য অনলাইন ভোট দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Youth Congress Congress Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE