নিয়োগ ‘দুর্নীতি’, শিল্পায়নে ‘ঘাটতি’-সহ বিভিন্ন প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে বেকারত্ব নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছে বিরোধীরা। কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে এ বার গুগল-ফর্ম পূরণ করিয়ে বেকারদের তথ্য সংগ্রহ ও আন্দোলনের কর্মসূচি নিল যুব কংগ্রেস। ঘটনাচক্রে, বেকারদের চাকরির দাবিতে এই কর্মসূচির শুরুর দিনেই যুব কংগ্রেসের মধ্যে দেখা গিয়েছে ‘বিভাজন’! সংগঠনের দু’টি অংশ শনিবার আলাদা ভাবে কর্মসূচির কথা জানিয়েছে। প্রসঙ্গত, অতীতে একই ধরনের কর্মসূচি নিয়েছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-ও।
রাজ্যে যুব কংগ্রেস পরিচালনার দায়িত্বে থাকা অন্যতম তিন নেতা শাহিনা জাভেদ এবং অর্ঘ্য গণ, কাশিফ রেজারা সবার কর্মসংস্থানের দাবিতে তাঁদের এই কর্মসূচির কথা আলাদা ভাবে জানিয়েছেন। রাজ্য জুড়ে ‘চাকরি দাও’ কর্মসূচির কথা জানিয়ে শাহিনা প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবনে এ দিন বলেছেন, “কেন্দ্র ও রাজ্যের কাছে বাংলার বেকারদের জন্য দ্রুত চাকরি দাওয়ার দাবি জানাব। গুগল-ফর্মের মাধ্যমে বেকারদের শিক্ষাগত যোগ্যতার তথ্য সংগ্রহ করা হবে।” একই বিষয়ে আলাদা ভাবে ‘হল্লা বোল’ কর্মসূচির কথা জানিয়েছেন অর্ঘ্য, কাশিফেরাও। অর্ঘ্যেরা এ দিন জানিয়েছেন, বিভিন্ন জায়গায় ব্যানার, পোস্টারে কিউ-আর কোড দেওয়া হবে এবং তার মাধ্যমে গুগল-ফর্মে বেকারেরা তাঁদের তথ্য দেবেন। অর্ঘ্যেরা ‘হল্লা বোল’ লেখা একটি টি-শার্টও প্রকাশ করেছেন। নেতৃত্বের দু’টি অংশই জানিয়েছে, বেকারদের তথ্য হাতে আসার পরে তা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হবে।
প্রসঙ্গত, পশ্চিম বর্ধমানের বার্নপুর ইস্কো কারখানায় স্থানীয়দের স্বচ্ছ ভাবে নিয়োগের দাবিতে ইতিমধ্যেই ‘হল্লা বোল’ কর্মসূচি নিয়েছে যুব কংগ্রেসের একটি অংশ। শাহিনারাও জানিয়েছেন, তাঁদের কর্মসূচিও শুরু হবে পশ্চিম বর্ধমান থেকেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)