Advertisement
২৬ এপ্রিল ২০২৪

তৃণমূলের সঙ্গ ছেড়ে একা লড়াইয়ের পথে এসইউসি

এ বার লোকসভা ভোটে ফের একা লড়বে এসইউসি। ২০০৯ সালে তৃণমূলের সঙ্গে এসইউসি-র আসন সমঝোতা হয়েছিল। তখন তাদের প্রার্থী তরুণ মণ্ডল জয়নগর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৪ ০৮:৪৪
Share: Save:

এ বার লোকসভা ভোটে ফের একা লড়বে এসইউসি। ২০০৯ সালে তৃণমূলের সঙ্গে এসইউসি-র আসন সমঝোতা হয়েছিল। তখন তাদের প্রার্থী তরুণ মণ্ডল জয়নগর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তার আগে ২০০৪ সালে একা লড়ে জয়নগর কেন্দ্রের এসইউসি প্রার্থী তৃতীয় হয়েছিলেন। তখন তাদের প্রার্থী পেয়েছিলেন ১১.২৬ শতাংশ ভোট। জয়নগর লোকসভা কেন্দ্রে এসইউসি এ বারও প্রার্থী করেছে তরুনবাবুকেই। গতবার কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট ছিল। কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে এসইউসি প্রার্থী দিয়েছিল। এ বার কোনও দলের সঙ্গেই জোট বাঁধেনি তারা। তাই এ বার ভোটে গতবারের আসন-সঙ্গী তৃণমূলের বিরুদ্ধেও তারা প্রার্থী দিচ্ছে। এসইউসি-র সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করেন। রাজ্যে ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৩৭টি আসনে এসইউসি প্রার্থী দিচ্ছে। গতবার তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা করে এখানে ১০টি আসনে প্রার্থী দিয়েছিল তারা। এ বার পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে ৮৩ জনকে প্রার্থী করেছে এসইউসি। একা লড়ে ভোট এবং আসন বাড়ার ব্যাপারে তাঁরা আশাবাদী বলে প্রভাসবাবু জানিয়েছেন। গতবার বা ২০০৪ সালে কত শতাংশ ভোট তাঁরা পেয়েছিলেন, তা নিয়ে কোনও স্পষ্ট জবাব দিতে পারেননি এসইউসি নেতৃত্ব। প্রভাসবাবুর সাফ কথা, “সংখ্যা নিয়ে আমরা মাথা ঘামাই না। ভোট আমাদের কাছে একটি রাজনৈতিক সংগ্রাম।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

lok sabha election trinomool suc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE