ডিগ্রি কোর্স পড়ানো হয় এ রকম কলেজের (সরকারি সাহায্য প্রাপ্ত) সংখ্যা রাজ্যে পাঁচশোরও বেশি। কিন্তু, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা ন্যাক-এর অনুমোদন নেই এ রকম কলেজের সংখ্যা ৮০ শতাংশেরও বেশি। তাই এ বারে শক্ত হাতে হাল ধরতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি উচ্চশিক্ষা দফতর জানিয়ে দিয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে ওই অনুমোদন সংগ্রহ করার পদ্ধতি শুরু না হলে সংশ্লিষ্ট কলেজগুলিকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হবে।
কলেজের উন্নয়নের জন্যে বিভিন্ন খাতে রাজ্য সরকারকে অনুদান দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। ২০০০ থেকেই ইউজিসি নিয়ম করে দেয় প্রতিটি কলেজকেই ন্যাকের অনুমোদন পেতে হবে। না হলে রাজ্যকে ওই অর্থ দেওয়া হবে না। কিন্তু, বহু বছর পার হলেও ই কাজ এখনও সম্পূর্ণ হয়নি। ২০১৭-র মধ্যে দেশের সমস্ত কলেজকেই ন্যাকের ছাড়পত্র পাওয়া বাধ্যতামূলক। কিন্তু, কোনও ভাবেই সেই কাজ এগোয়নি বলে উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর। যে কারণে এ বার ওই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এমনকী, রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা রুশা-র বরাদ্দ অর্থও বন্ধ করা হতে পারে বলে জানিয়েছেন দফতরের এক কর্তা। দফতর সূত্রের খবর, পরের বছর এপ্রিলের মধ্যে ন্যাকের স্ট্যাম্প লাগানো অনুমতিপত্র পাওয়া প্রতিটি কলেজের মধ্যেই বাধ্যাতমূলক।