কোরিয়ান এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মণিপুরের এক তরুণীর। দু’জনে একত্রবাসেও থাকতেন। বচসার মাঝে সেই প্রেমিককেই কুপিয়ে খুন করলেন তরুণী। রবিবার গ্রেটার নয়ডায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম ডাক হি য়ুহ্। দক্ষিণ কোরিয়ার নাগরিক ওই যুবক গ্রেটার নয়ডার একটি মোবাইল কোম্পানির ম্যানেজার ছিলেন। একত্রবাস সঙ্গিনী লুনজিয়ানা পামাইয়ের সঙ্গে একটি বহুতল অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি। রবিবার দু’জনের মধ্যে কোনও বিষয় নিয়ে তুমুল বচসা হয়। অভিযোগ, কথা কাটাকাটির মাঝে ছুরি নিয়ে প্রেমিককে কোপাতে শুরু করেন লুনজিয়ানা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই যুবক। পরে সম্বিৎ ফিরলে লুনজিয়ানা নিজেই প্রেমিককে নিয়ে হাসপাতালে ছোটেন। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় যুবকের।
আরও পড়ুন:
খবর পেয়ে হাসপাতালে পৌঁছোয় পুলিশ। সেখান থেকেই তরুণীকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত তরুণী জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের জানিয়েছেন, ডাক হি প্রায়শই মদ্যপান করতেন এবং তাঁকে মারধর করতেন। রবিবারও মদ্যপান করছিলেন ওই যুবক। সেই নিয়েই দু’জনের মধ্যে বচসা শুরু হয়ে যায়। এক পর্যায়ে প্রেমিকের বুকে ছুরির কোপ বসিয়ে দেন ওই তরুণী। তার পর নিজেই তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন। ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।