Advertisement
১৯ মে ২০২৪

নারী-মুখের ভিড়ে সরকার উৎখাতের ডাক বিমানদের

নারী নির্যাতন রুখতে রাজ্য সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাস্তায় নামল বামফ্রন্ট। এবং সেই মিছিলেও রাজপথে উপচে পড়ল ভিড়! ট্রেন ধরে শহরে এসে প্রতিবাদে সামিল হলেন একাধিক জেলার আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মহিলা। প্রতিবাদে সাড়া পেয়ে উৎসাহিত বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে গঙ্গায় বিসর্জন দেওয়ার! আর বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র আহ্বান জানিয়েছেন প্রতিরোধ গড়ে তোলার।

নারী নিগ্রহের প্রতিবাদে বামেদের মিছিল। শুক্রবার কলকাতার এস এন ব্যানার্জি রোডে।  ছবি: প্রদীপ আদক।

নারী নিগ্রহের প্রতিবাদে বামেদের মিছিল। শুক্রবার কলকাতার এস এন ব্যানার্জি রোডে। ছবি: প্রদীপ আদক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:০০
Share: Save:

নারী নির্যাতন রুখতে রাজ্য সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাস্তায় নামল বামফ্রন্ট। এবং সেই মিছিলেও রাজপথে উপচে পড়ল ভিড়! ট্রেন ধরে শহরে এসে প্রতিবাদে সামিল হলেন একাধিক জেলার আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মহিলা। প্রতিবাদে সাড়া পেয়ে উৎসাহিত বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে গঙ্গায় বিসর্জন দেওয়ার! আর বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র আহ্বান জানিয়েছেন প্রতিরোধ গড়ে তোলার। কারণ, ‘নিষ্ক্রিয়’ পুলিশের ভরসায় আর বসে থাকা যাচ্ছে না!

সালকিয়ায় সম্প্রতি মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশের ভূমিকা নিয়ে সেখানেও প্রশ্ন উঠেছে। সেই ঘটনাকে সামনে রেখেই শুক্রবার মৌলালির কাছে রামলীলা পার্ক থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত ‘ধিক্কার মিছিলে’র ডাক দিয়েছিলেন বিমানবাবুরা। দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বাম কর্মী-সমর্থকেরা মিছিলে যোগ দিয়েছিলেন। মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যে নারী নির্যাতন অবাধে বেড়েই চলেছে কেন, এই ছিল প্রতিবাদকারীদের মূল প্রশ্ন। বেশ কিছু দিন পরে শহরে বামেদের মিছিলে ভাল সংখ্যায় মহিলাদের উপস্থিতি চোখে পড়েছে এ দিন। প্রতিবাদের বিষয় যে হেতু নারী নির্যাতন, তাই মহিলাদেরই সামনের সারিতে রেখেছিলেন বাম নেতারা। মিছিল কলেজ স্কোয়ারে পৌঁছে যাওয়ার পরে বিমানবাবুরা যখন অস্থায়ী ম্যাটাডোর-মঞ্চে উঠে ভাষণ শুরু করেছেন, তখনও মিছিলের ল্যাজ ছিল এস এন ব্যানার্জি রোডে পুরনো লোটাস সিনেমার মোড়ে!

অপরাধীদের গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়ার উদ্যোগ তো নেই-ই, উল্টে মুখ্যমন্ত্রী যে ভাবে সালকিয়ায় নিহত যুবকের বাড়ি গিয়ে পরিবারের এক জনকে চাকরি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন, তার নিন্দা করেছেন সব বাম নেতাই। আরএসপি-র মনোজ ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লকের নরেন দে, সিপিআইয়ের প্রবীর দেব, সিপিএমের রেখা গোস্বামী প্রশ্ন তুলেছেন, পার্ক স্ট্রিট, কামদুনি, মধ্যমগ্রাম, ধূপগুড়ি থেকে সালকিয়া কোথাও বিচার মিলেছে কি? স্বয়ং মুখ্যমন্ত্রীরই বিচার চাই দাবি করে বিরোধী দলনেতা সূর্যবাবু হুঁশিয়ারি দিয়েছেন, “মহিলারা আর কত দিন অত্যাচারের শিকার হবেন? অপরাধীদের বুঝিয়ে দিতে হবে, অপরাধ করতে এলে তারা আর ফিরে যাবে না! এই ভাষা তাদের বুঝিয়ে দিতে হবে!” আর বিমানবাবুর আহ্বান, “শিষ্টের দমন আর দুষ্টের পালন চলছে! অপদার্থ সরকার কোথাও কোনও নিরাপত্তা দিতে ব্যর্থ! মহাকরণ থেকে উঠে সরকার গিয়েছে গঙ্গার তীরে নবান্নে। ওই গঙ্গাতেই এই সরকারকে বিসর্জন দিতে হবে!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SUCI Biman Basu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE