দেওয়ালি পেরোল মানেই শীত আসি আসি করছে। আর শীত মানেই তো পার্টি সিজন! তাই মাস খানেক আগে থেকেই প্ল্যানিংটা সেরে রাখুন। এ বার ইয়ার এন্ডের পার্টিতে কীভাবে নিজেই হয়ে যান ডিজে! সৌজন্যে ব্লু টুথ স্পিকার। মোবাইলে আঙুল ছুঁইয়েই নিমেষে বদলে ফেলুন গান। এর সুবিধে হল, কোথাও ঘুরতে গেলেও সহজেই নিয়ে যেতে পারবেন এটা। তাই সমুদ্রসৈকত হোক বা বাড়ির ছাদ—ডান্স ফ্লোর বানান ইচ্ছেমতো। এখন মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছ’হাজার টাকা খরচ করলেই ভাল ব্লু টুথ স্পিকার কিনতে পারা যায়। আরেকটু খরচ করলে খুবই ভাল জিনিস পাবেন। যে সব কোম্পানির স্পিকার এক্ষেত্রে বাজারে জনপ্রিয় তার মধ্যে রয়েছে লজিটেক, জেবিএল, সোনি, স্যামসাং, ফিলিপস ইত্যাদি। তবে জেবিএল এর মধ্যে বেশ জনপ্রিয়। এর মধ্যে হাজার ছ’য়েক থেকে দশহাজারের মধ্যে জেবিএল ফ্লিপ ২, পালস ও চার্জ ২ খুবই ভাল। গমগমে আওয়াজে আশপাশের মেজাজই বদলে দেয় এই স্পিকারগুলো। ব্লু টুথ দিয়ে মোবাইল ফোনের সঙ্গে যোগ থাকায় ফোনও ধরা যায় গানের মাঝে। ব্লু টুথের মাধ্যমে মোবাইল দিয়ে ছাড়াও এগুলিতে পেনড্রাইভ দিয়েও গান চালানো যায়। একবার পুরো চার্জ দিয়ে দিলে টানা চার-পাঁচ ঘণ্টা গান চলা নিশ্চিত। আর ডেটা কেবল দিয়ে এর সঙ্গে মোবাইল যুক্ত করা থাকলে স্পিকার থেকেই চার্জ হতে থাকবে মোবাইল। তাই আর দেরি কেন, পছন্দের স্পিকার বেছে কেবল কিনে ফেলার অপেক্ষা। শুরুতে একটু বেশি দাম দিয়ে ভাল জিনিসটাই কেনা উচিত। কারণ, এগুলো টেকেও বহুদিন। এ বার বছরশেষে তাই নিজেই হয়ে যান ডিজে, আর নাচান প্রিয় বন্ধুদের।