Advertisement
১০ মে ২০২৪

মুখ্যমন্ত্রীর সফর, ছুটির দিনেও বৈঠক ডিএমের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফর পিছিয়ে গেল। মঙ্গলবারের পরিবর্তে আগামী বৃহস্পতিবার ঝাড়গ্রামে জঙ্গলমহলের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ওই দিন বিকেলে ঝাড়গ্রাম স্টেডিয়ামে হবে জনসংযোগ সভা। সে ক্ষেত্রে বুধবার রাতে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম পৌঁছতে পারেন। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা এ দিন বলেন, “ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক-সহ অন্য কর্মসূচি মঙ্গলবারের পরিবর্তে বৃহস্পতিবার হবে।”

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৪ ০২:৪১
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফর পিছিয়ে গেল। মঙ্গলবারের পরিবর্তে আগামী বৃহস্পতিবার ঝাড়গ্রামে জঙ্গলমহলের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ওই দিন বিকেলে ঝাড়গ্রাম স্টেডিয়ামে হবে জনসংযোগ সভা। সে ক্ষেত্রে বুধবার রাতে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম পৌঁছতে পারেন। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা এ দিন বলেন, “ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক-সহ অন্য কর্মসূচি মঙ্গলবারের পরিবর্তে বৃহস্পতিবার হবে।”

প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় পাহাড় থেকে মুখ ফিরিয়ে জঙ্গলমহলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৩-১৭ অক্টোবর মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের কর্মসূচি নির্ধারিত ছিল। মমতা চেয়েছিলেন, ওই সময়ে ট্রেক করে সান্দাকফু যেতে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় ‘হুদহুদ’-এর সতর্কবার্তা জারি হয়। তার জেরে সান্দাকফু ট্রেকিংয়ের পরিকল্পনা বাতিল করে দেন তিনি। পরিবর্তে ঝাড়গ্রাম যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে ঠিক ছিল আজ, সোমবার রাতে ঝাড়গ্রাম পৌঁছবেন মুখ্যমন্ত্রী। কাল, মঙ্গলবার হবে প্রশাসনিক বৈঠক ও জনসংযোগ সভা। প্রশাসন সূত্রে খবর, রবিবার মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে সফর সূচি বদলের কথা জানানো হয়েছে। হঠাৎ সূচি বদল কেন? এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলা প্রশাসন-পুলিশের কর্তারা। তবে জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “প্রাকৃতিক দুর্যোগের জন্যই সফর পিছিয়েছে।”

এ দিকে, মুখ্যমন্ত্রীর সফরের দিন বদল হওয়ায় রবিবার ছুটির দিনেই পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের ১১টি ব্লকের বিডিওদের প্রশাসনিক বৈঠকে ডেকেছিলেন জেলাশাসক। বিভিন্ন ব্লকের উন্নয়ন-সংক্রান্ত তথ্য ও কাজের অগ্রগতির রিপোর্টগুলি খতিয়ে দেখেন জেলাশাসক।

ঠিক ছিল সোমবার রাতে এসে ঝাড়গ্রাম রাজবাড়ির অতিথিশালায় রাত কাটাবেন মুখ্যমন্ত্রী এবং মঙ্গলবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক ও বিজয়া সম্মিলনী-সভা করবেন। মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আসবেন বলে ১৬ অক্টোবর পর্যন্ত রাজবাড়ির অতিথিশালার সমস্ত বুকিং বাতিল করে দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর দুপুরে ঝাড়গ্রাম এসপি অফিসে জঙ্গলমহলের তিন জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে উন্নয়ন সংক্রান্ত পর্যালোচনা-বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওই দিনই বিকেলে ঝাড়গ্রাম স্টেডিয়ামে একটি জনসংযোগ সভা করার কথা মুখ্যমন্ত্রীর। অনুষ্ঠানে জঙ্গলমহলের সাংস্কৃতিক সংগঠনগুলির পাশাপাশি, পুজো কমিটির উদ্যোক্তা, সংখ্যলঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিনিধিদেরও ডাকা হতে পারে। আরও খবর, জঙ্গলমহলের বাঁদনা পরবকে সামনে রেখে ওই জনসংযোগ সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়া সম্মিলনীও হওয়ার কথা। শেষ মুহর্তে অবশ্য অনুষ্ঠানে রদবদল হতে পারে।

বস্তুতপক্ষে, তৃণমূলের ক্ষমতাসীন রাজ্য সরকারের প্রায় সাড়ে তিন বছর অতিক্রান্ত। এর মধ্যে ‘শান্তির জঙ্গলমহলে’ মাথা চাড়া দিচ্ছে মাওবাদীরা। উন্নয়নের হাল হকিকত নিয়ে শাসক দলকে দুষছে বিরোধীরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেই কারণে সচিবদের ঝাড়গ্রামে নিয়ে গিয়ে ‘বার্তা’ দিতে চান মমতা। অতীতেও তিনি এ ভাবেই ঝাড়গ্রামে প্রকাশ্য জনসভায় সচিবদের দাঁড় করিয়ে জনতার উদ্দেশ্যে উন্নয়নের হাল হকিকত দিয়েছেন। আবার একবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকের মধ্যেই এক সচিবকে বদলি করে দেওয়ারও নজির রয়েছে। ফলে, বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কী করেন, আপাতত সেই অপেক্ষাতেই রয়েছে প্রশাসনিক মহল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jhargram chief minister tour dm
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE