সোমবার, ভারতীয় হজ কমিটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায় দুর্ঘটনায় এ রাজ্যের তিন জনের মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন, বীরভূমের সিউড়ির বাসিন্দা ফিরদৌসি বেগম, বারাসতের কদম্বগাছির বাসিন্দা আব্দুল করিম এবং রায়গঞ্জের হেমতাবাদের বাসিন্দা আব্দুল আজিজ। সোমবার আব্দুল করিমের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই কদম্বগাছিতে তাঁদের বাড়িতে একে একে ভিড় করতে শুরু করেন স্থানীয়েরা। এক প্রতিবেশী বলেন, ‘‘শেষ বার এসেছিলাম হজ যাত্রার আনন্দ ভাগ করে নিতে। দশ দিনের মধ্যেই মৃত্যুশোক পালন করতে আসতে হবে দুঃস্বপ্নেও ভাবিনি।’’