Advertisement
E-Paper

স্বচ্ছ ভারত মানে স্বচ্ছ মনে কাজ, তোপ মমতার

মোদীর স্বচ্ছ ভারত অভিযান প্রসঙ্গে কখনও মুখ খোলেননি তিনি। তবে এ দিন পরোক্ষে শুনিয়ে দিলেন, স্বচ্ছতা মানে ঝাড়ু নয়, স্বচ্ছ মনে কাজ করা। বুধবার কালীঘাটে একটি কমিউনিটি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “আমি কারও অনুসরণ করি না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৫ ০৩:১৫

মোদীর স্বচ্ছ ভারত অভিযান প্রসঙ্গে কখনও মুখ খোলেননি তিনি। তবে এ দিন পরোক্ষে শুনিয়ে দিলেন, স্বচ্ছতা মানে ঝাড়ু নয়, স্বচ্ছ মনে কাজ করা। বুধবার কালীঘাটে একটি কমিউনিটি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “আমি কারও অনুসরণ করি না। অনুকরণ করা আমার কাজ নয়। আর স্বচ্ছতা মানে ঝাড়ু নয়, স্বচ্ছতা মানে ট্রান্সপারেন্ট হয়ে কাজ করা।”

কালীঘাটে মমতার নিজের পাড়ায়, অর্থাৎ ৭৩ নম্বর ওয়ার্ডে, এত দিন পুরসভার কমিউনিটি হল ছিল না। পুরভোটের মুখে একটি কমিউনিটি হল তৈরি করা হয়েছে। এ দিন উদ্বোধনী অনুষ্ঠানের আগে উপস্থিত দর্শকদের সে কথাই বার বার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শুরুর আগেই মাইক হাতে অতিথিদের স্বাগত জানাচ্ছিলেন কার্তিকবাবু। দিদির নাম না করে বললেন, “মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগেই চার তল বিশিষ্ট এই ভবনটি গড়ে উঠল।” কমিউনিটি ভবনটির নাম রাখা হয়েছে জয়হিন্দ ভবন। ভবনটির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান, এলাকার মানুষের চাহিদা ছিল একটি সরকারি ভবনের। সামাজিক অনুষ্ঠানে কম টাকায় তা ভাড়া দেবে পুরসভা। উদ্যোগের জন্য তাঁর ভাই ও স্থানীয় বাসিন্দাদের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। বলেন, “নেতাজির জয়হিন্দ নিলেই চলবে না, তাঁর প্রতিকৃতিও রাখতে হবে সেখানে।”

তিনি জানান, পুরসভার প্রতিটি ওয়ার্ডে একটা করে কমিউনিটি ভবন গড়ে তোলা হবে। পুরসভা সূত্রের খবর, তৃণমূল বোর্ডের আমলে ১৫টি কমিউনিটি হল হয়েছে। এর মধ্যে কালীঘাটের জয়হিন্দ ভবনে লিফটের ব্যবস্থা রাখা হয়েছে। এ দিন পুরসভার মেয়র পরিষদের বৈঠকে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে একটি কমিউনিটি ভবন গড়ার সিদ্ধান্ত হয়েছে। সেখানেও লিফটের ব্যবস্থা থাকবে বলে পুর সূত্রের খবর।

swacch bharat clean mind mamata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy