Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মক্কায় মৃত ১১ ভারতীয়

মক্কার গ্র্যান্ড মসজিদে ক্রেন ভেঙে পড়ার ঘটনায় মৃত ভারতীয়ের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে। আজ আরও ৯ জন ভারতীয়ের মৃত্যুর কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক।

আহতদের হাসপাতালে দেখতে গ্র্যান্ড মসজিদের ইমাম। ছবি: এপি।

আহতদের হাসপাতালে দেখতে গ্র্যান্ড মসজিদের ইমাম। ছবি: এপি।

সংবাদ সংস্থা
মক্কা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪১
Share: Save:

মক্কার গ্র্যান্ড মসজিদে ক্রেন ভেঙে পড়ার ঘটনায় মৃত ভারতীয়ের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে। আজ আরও ৯ জন ভারতীয়ের মৃত্যুর কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। তাঁরা হলেন মহম্মদ হানিফ, তবসুম, হাসান খরাজ, জাফর শেখ, জাকিরা বেগম, মহম্মদ আবদুল কাদের, ফতিমা বেগম, শামিম বানু ও খাদের বি।

দুর্ঘটনার পরে কেটে গিয়েছে দু’-দু’টো দিন। কিন্তু ঠিক কী কারণে মক্কার গ্র্যান্ড মসজিদে এত বড় একটা ক্রেন ভেঙে পড়ল, তা নিয়ে এখনও মুখ খোলেনি সৌদি সরকার। তবে সৌদি আরবের রাজা সলমন বিন আব্দুলাজিজ আল সৌদ জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তিনি বদ্ধপরিকর। ইতিমধ্যেই মক্কার গভর্নর খালেদ আল-ফয়জল দুর্ঘটনা নিয়ে তদন্তের রিপোর্ট রাজা সলমনের কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছে সৌদি সরকারি সংবাদ সংস্থা। তদন্তের দায়িত্বে ছিলেন খালেদের ঘনিষ্ঠ সহযোগী হাসেম-আল ফালে। তবে মসজিদ সংস্কারের দায়িত্বে থাকা বিনলাদিন গোষ্ঠীর এক ইঞ্জিনিয়ারের মতে, ‘‘আমরা যথেষ্ট পেশাদার। এটা ঈশ্বরের কাজ।’’ সৌদি রাজপরিবােরর ঘনিষ্ঠ বলে পরিচিত এই গোষ্ঠী সে দেশের অধিকাংশ বড় নির্মাণকাজের সঙ্গে যুক্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE