Advertisement
E-Paper

মধ্যরাতে গাজ়ায় ফের ইজ়রায়েলি হামলা! হত সাত শিশু-সহ ২৩ জন, হানা সিরিয়ার বিমানঘাঁটিতেও

মধ্যরাতে গাজ়ায় ফের হামলা চালাল ইজ়রায়েল। মৃত্যু সাত শিশু-সহ ২৩ জনের। সাময়িক বিরতির পর এই নিয়ে টানা আট দিন গাজ়ায় হামলা চালাল ইজ়রায়েলি সেনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১২:৩৫
বিধ্বস্ত গাজ়ায় ধ্বংসস্তূপের মধ্যেই বসে বাসিন্দারা।

বিধ্বস্ত গাজ়ায় ধ্বংসস্তূপের মধ্যেই বসে বাসিন্দারা। —ফাইল ছবি।

মধ্যরাতে গাজ়ায় ফের হামলা চালাল ইজ়রায়েল। সাময়িক বিরতির পর এই নিয়ে টানা আট দিন গাজ়ায় হামলা চালাল ইজ়রায়েলি সেনা। ‘আল জাজ়িরা’র প্রতিবেদন অনুসারে, নতুন এই হামলায় সাত শিশু-সহ ২৩ জনের মৃত্যু হয়েছে। আহতও হয়েছেন বেশ কয়েক জন। হতাহতদের প্রায় প্রত্যেকেই দক্ষিণ এবং মধ্য গাজ়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।

অন্য দিকে, সোমবার সিরিয়ার দু’টি বিমানঘাঁটিতে হামলা চালায় ইজ়রায়েল। কয়েক দিন আগেই এই দুই ঘাঁটিতে হামলা চালিয়েছিল তারা। ইজ়রায়েলি হামলা নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিবিদ কাজা কল্লাস। তিনি জানান, সিরিয়ায় বাশার-আল-আসাদ সরকারের পতনের পর ইজ়রায়েলের উপর আর আক্রমণ চালায়নি সিরিয়া। এই পরিস্থিতিতে ইজ়রায়েল সে দেশে হামলা চালিয়ে গেলে পরিস্থিতি বেগতিক হবে বলে সতর্ক করেন তিনি।

রবিবার রাতেই দক্ষিণ গাজ়ার বৃহত্তম হাসপাতাল নাসেরে হামলা চালায় ইজ়রায়েল। হামলার জেরে হাসপাতালে আগুন ধরে যায়। তাতে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষনেতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইজ়রায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। গাজ়ায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রককে উল্লেখ করে সংবাদ সংস্থা এপি জানায়, যুদ্ধে জখম বহু মানুষের চিকিৎসা চলছিল নাসের হাসপাতালে। সেই সময়ে হামলা চালায় ইজ়রায়েলি বাহিনী। হাসপাতালের শল্যচিকিৎসা বিভাগের উপর বোমা পড়ে। সেখানে আগুন ধরে যায়। তাতে বহু রোগী নতুন করে জখম হন। মৃত্যু হয় এক জনের।

২০২৩ সালের দ্বিতীয়ার্ধ থেকে ইজ়রায়েল এবং হামাসের যুদ্ধ শুরু হয়েছে। প্রায় ১৮ মাসের এই যুদ্ধে গাজ়া ভূখণ্ডে মৃত প্যালেস্টাইনিদের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে বলে দাবি হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের। গত জানুয়ারি থেকে সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই চুক্তির শর্ত লঙ্ঘন করে ইজ়রায়েলি সেনা নতুন করে হামলা শুরু করেছে বলে অভিযোগ। তাতেও নিহতের সংখ্যা কয়েকশো। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, সকল পণবন্দিকে মুক্ত না-করা পর্যন্ত এবং হামাসের সম্পূর্ণ বিনাশ না-দেখা পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। আমেরিকার সঙ্গে আলোচনা করেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছেন বলে জানান নেতানিয়াহু।

gaza Isarel Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy