Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Bizarre

ঘুড়িতে জড়িয়ে উড়ে গেল তিন বছরের মেয়ে, দেখুন কী ভাবে উদ্ধার করা হল তাকে

দুর্ঘটনাবশত ঘুড়ির সঙ্গে উপরে উঠে গেলেও গুরুতর আঘাত লাগেনি ওই বাচ্চা মেয়েটির। তবে তার শরীরের বেশ কিছু জায়গা ছড়ে গিয়েছে।

তাইওয়ানের সমুদ্র সৈকতে চলছিল ঘুড়ি উৎসব। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

তাইওয়ানের সমুদ্র সৈকতে চলছিল ঘুড়ি উৎসব। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা 
তাইওয়ান শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২০ ১৫:৫০
Share: Save:

তাইওয়ানের নানলিওয়াও সৈকতে চলছিল ঘুড়ি উৎসব। তা দেখতে সমুদ্রের ধারে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। সেখানে বিশালাকার একটি ঘুড়ি ওড়ানোর সময় তিন বছরের একটি মেয়ে জড়িয়ে যায় ঘুড়িতে। তাকে নিয়েই আকাশে উড়তে থাকে ঘুড়িটি। সেই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিশালকার কমলা রঙের একটি ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি চলছে। সেই ঘুড়ি উড়ে যেতেই ভেসে আসছে একটি বাচ্চা মেয়ের চিৎকার। ঘুড়ির সঙ্গে আকাশে উড়ছে সে, আর ভয়ে চিৎকার করছে। তা দেখে সেখানে উপস্থিত জনতাও তাকে নামিয়ে আনার জন্য চিৎকার করছেন। তার পর নীচে থাকা কর্মীরা তাকে নামিয়ে আনলেন।

জানা গিয়েছে, দুর্ঘটনাবশত ঘুড়ির সঙ্গে উপরে উঠে গেলেও গুরুতর আঘাত লাগেনি ওই বাচ্চা মেয়েটির। তবে তার শরীরের বেশ কিছু জায়গা ছড়ে গিয়েছে। ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন সিনচুই শহরের মেয়র লিন ছি চেইন। এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে তিনি জানিয়েছেন, প্রবল হাওয়ায় জনগণের নিরাপত্তার জন্য আপাতত সেখানে অন্যান্য অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে ভবিষ্যতে তা দেখা হবে বলেও জানিয়েছেন তিনি। দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: প্রথম দশে লাতিন আমেরিকার পাঁচ

আরও পড়ুন: চিন সাগরে পৌঁছেছিল ভারতের যুদ্ধজাহাজ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bizarre Viral video Taiwan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE