Advertisement
৩০ এপ্রিল ২০২৪

মাদক পাচারকারীদের সঙ্গে গুলিযুদ্ধে হত ৪৩  

মাদক পাচারকারী দলের সঙ্গে পুলিশের সংঘর্ষে শুক্রবার নিহত হলেন ৪৩ জন। পশ্চিম মেক্সিকোর মিচোয়াকান রাজ্যের তানহুয়াতো এলাকায় একটি খামারে মাদক পাচারকারীদের বড় দল জড়ো হবে বলে আগেই খবর পেয়েছিল পুলিশ। সেই মতো তৈরি ছিল তারা। খামারের কাছে গাড়ি বোঝাই সশস্ত্র দুষ্কৃতীদের দেখতে পেয়ে প্রথম গুলি চালায় নিরাপত্তা বাহিনীই। দু’পক্ষের এই লড়াই চলে ঘণ্টা তিনেক ধরে।

জ্বলছে গাড়ি। মেক্সিকোর তানহুয়াতো এলাকার খামারে। ছবি: এপি।

জ্বলছে গাড়ি। মেক্সিকোর তানহুয়াতো এলাকার খামারে। ছবি: এপি।

সংবাদ সংস্থা
মেক্সিকো সিটি শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ০৩:০৭
Share: Save:

মাদক পাচারকারী দলের সঙ্গে পুলিশের সংঘর্ষে শুক্রবার নিহত হলেন ৪৩ জন। পশ্চিম মেক্সিকোর মিচোয়াকান রাজ্যের তানহুয়াতো এলাকায় একটি খামারে মাদক পাচারকারীদের বড় দল জড়ো হবে বলে আগেই খবর পেয়েছিল পুলিশ। সেই মতো তৈরি ছিল তারা। খামারের কাছে গাড়ি বোঝাই সশস্ত্র দুষ্কৃতীদের দেখতে পেয়ে প্রথম গুলি চালায় নিরাপত্তা বাহিনীই। দু’পক্ষের এই লড়াই চলে ঘণ্টা তিনেক ধরে।

জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান আলেজান্দ্র রুবিডো জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪২ জনই পাচারকারী। গুলিতে প্রাণ হারিয়েছেন এক পুলিশকর্মীও। তবে হতাহতের এই তালিকা একেবারেই প্রাথমিক বলে জানিয়েছেন রুবিডো। তাঁর আশঙ্কা, তল্লাশি শেষ হলে সংখ্যাটা আরও বাড়বে।

মাদক চোরাচালানকারীদের দৌরাত্ম্য মেক্সিকো প্রশাসনের বড় মাথাব্যথার কারণ বরাবরই। সমস্যাটা সব চেয়ে বেশি দেশের পশ্চিমে মিচোয়াকান ও জালিস্কো রাজ্যে। এ দিন কোন গোষ্ঠীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে, তা অবশ্য জানা যায়নি। নাম গোপন রাখার শর্তে এক পুলিশকর্তা শুধু জানিয়েছেন, পড়শি রাজ্য জালিস্কোই এদের মূল ঘাঁটি। তবে জাল ছড়িয়ে আছে আমেরিকা থেকে এশিয়া পর্যন্ত।

সাম্প্রতিক কালে চোরাচালানকারীদের রমরমা আরও বাড়তে থাকায় পুলিশের সঙ্গে মাঝেমধ্যেই গণ্ডগোল বাধে এদের। গত মার্চ-এপ্রিলে মাদক পাচারকারীদের হাতে নিহত হয়েছেন প্রায় ২০ জন পুলিশকর্মী। চোরাচালানকারীদের বিরুদ্ধে মে মাসের এক তারিখ ‘অপারেশন জালিস্কো’ অভিযান শুরু করে প্রশাসন। সেই দিনই সাত সেনা ও এক মহিলা-পুলিশ প্রাণ হারান এই দুষ্কৃতীদের হাতে।

আজ অবশ্য খবর পেয়ে আগে থেকেই প্রস্তুত ছিল নিরাপত্তা বাহিনী। পুলিশি হামলার মুখে নিমেষে ছত্রাকার হয়ে যায় মাদক পাচারকারীদের দলটা। ১১২ হেক্টরের বিশাল খামারের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশকে লক্ষ্য করে পাল্টা জবাব দেয় তারাও। এই লড়াইয়ে তছনছ হয়ে গিয়েছে খামার বাড়ি ও ছ’টি গাড়িও। পুলিশের ধারণা, কিছু চোরাচালানকারী হয়তো খামার পেরিয়ে পালিয়ে গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE