দেশের নাগরিকদের জন্য যথেষ্ট কর্মসংস্থান তৈরি করতে অভিবাসী প্রবেশে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। তাদের দেখানো পথে এ বার হাঁটতে চলেছে কুয়েতও। বিদেশি তাড়াতে প্রবাসী কোটা বিলের খসড়া তৈরি করেছে সে দেশের সরকার। দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইতিমধ্যে তা মঞ্জুরও হয়ে গিয়েছে। ওই বিলটি আইনে পরিণত হলে, প্রায় ৮ লক্ষ ভারতীয়কে কুয়েত ছেডে় বেরিয়ে যেতে হবে।
ওই বিলটিকে ইতিমধ্যেই সাংবিধানিক সিলমোহর দিয়েছে কুয়েত ন্যাশনাল অ্যাসেম্বলির আইনসভা কমিটি। তাতে বলা হয়েছে, ভারতীয়রা যেন দেশের জনসংখ্যার ১৫ শতাংশ অতিক্রম করতে না পারে। তা কার্যকর করতে কী কী পদক্ষেপ করা যেতে পারে, তা ঠিক করার জন্য ওই বিলটিকে খুব শীঘ্র সংসদে প্রবাসী জনসংখ্যা নিয়ন্ত্রণ কমিটির কাছে পাঠানো হবে। সেখানে যে সিদ্ধান্ত গৃহীত হবে, সেই মতোই এগোবে কুয়েত সরকার।
গাল্ফ নিউজের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে কুয়েতের মোট জনসংখ্যা প্রায় ৪৩ লক্ষ। এর মধ্যে মাত্র ১৩ লক্ষ কুয়েতি নাগরিক। বাকি ৩০ লক্ষই বিভিন্ন দেশ থেকে সেখানে গিয়েছেন। এই প্রবাসী জনসংখ্যার ১৪ লক্ষ ৫০ হাজার আবার ভারতীয়। অর্থাৎ বর্তমানে কুয়েতে যত বিদেশি রয়েছেন, তাঁদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি। তাই বিলটি আইনে পরিণত হলে সবার আগে সেখানে বসবাসকারী ভারতীয়দের উপরই বিপদ নেমে আসবে।