পার্ট-টাইম কাজ সেরে সবে বাড়ি ফিরছিলেন ২৬ বছরের মামিডালা ভামসি। পথে চোখে পড়ে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক আততায়ী এক জন মহিলার গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। সবে সে দিকেই কিছুটা এগিয়েছিলেন তিনি। তখনই আততায়ীর গুলিতে মৃত্যু হয় আদতে তেলঙ্গানার বাসিন্দা ভামসির। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার সান্তাক্লারাতে।
ভামসির বাবা সজ্ঞীব রেড্ডি জানান, ওই দিন সকালে ক্যালিফোর্নিয়া থেকে এক বন্ধু তাঁকে ফোন করে প্রথমে জানান যে কয়েক ঘণ্টা ধরেই ভামসির কোনও খোঁজ নেই। তার উপর তাঁদের শহরে একটি দুর্ঘটনাও ঘটেছে। কিছু পরে ওই বন্ধুই আবার ফোন করে জানান যে, এক গাড়ি ছিনতাইকারীর গুলিতে মৃত্যু হয়েছে তাঁর।
আরও পড়ুন: অ্যাসপিরিনেই কাবু হতে পারে ক্যানসার! পথ দেখালেন ২ ভারতীয়
ক্যালিফোর্নিয়া থেকে দেশে তাঁর দেহ নিয়ে আসার জন্য তাঁর বাবা সঞ্জীব তেলঙ্গানা সরকারের কাছে সাহায্য চেয়েছেন।