পশ্চিমবঙ্গে ২০২১ সালে নীলবাড়ির লড়াইয়ের আগে অধীর চৌধুরীকে সাময়িক ভাবে কংগ্রেসের লোকসভার দলনেতা পদ থেকে সরিয়ে তাঁকে সেই দায়িত্ব দিয়েছিল হাইকমান্ড। পঞ্জাবের লুধিয়ানার প্রাক্তন সেই কংগ্রেস সাংসদ তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিংহ বিট্টু অভিযোগ তুললেন, কংগ্রেসের অন্দরে রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী বঢরার মধ্যে ক্ষমতা দখলের লড়াই শুরু হয়েছে!
একদা গান্ধী পরিবারের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত রভনীত বুধবার বলেন, ‘‘বোন প্রিয়াঙ্কার সঙ্গে টানাপড়েন চলছে রাহুলের। প্রিয়ঙ্কাই এখন বিরোধী শিবিরের নেতৃত্ব দিচ্ছেন। সে কারণেই তিনি সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন জার্মানি সফরে চলে গিয়েছেন।’’ এর আগে বিজেপি নেতাদের অনেকেই বিভিন্ন সময়ে গান্ধী পরিবারের অন্দরে ক্ষমতার দ্বন্দ্বের অভিযোগ তুলেছেন। এ বার সেই অভিযোগ এল কংগ্রেসেরই এক প্রাক্তন প্রথম সারির নেতার তরফে।
আরও পড়ুন:
রভনীতের পিতামহ বিয়ন্ত সিংহ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৯৫ সালে মুখ্যমন্ত্রী থাকাকালীনই জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন তিনি। পঞ্জাবে সন্ত্রাস দমনে তাঁর উজ্বল ভূমিকার কথা এখনও স্মরণ করা হয়। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটে লুধিয়ানা থেকে কংগ্রেসের টিকিটে জয়ী রভনীত সংসদের নিম্নকক্ষে দলের সহকারী নেতা এবং নেতার ভূমিকা পালন করেছেন। গত বছর মার্চ মাসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু লুধিয়ানায় লড়ে কংগ্রেস প্রার্থী অমরিন্দর সিংহ রাজার কাছে হেরে যান। তার পরেও অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পান তিনি। রাজস্থান থেকে রাজ্যসভায় জিতিয়ে আনা হয়।