Advertisement
E-Paper

প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দের পুরো সদ্ব্যবহার হচ্ছে না, কেন্দ্রকে আরও তৎপর হতে বলল সংসদীয় কমিটি

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ চলতি বছরের বাজেট বক্তৃতায় ২০২৫-২৬ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ৬ লক্ষ ৮১ হাজার টাকা করার কথা ঘোষণা করেছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৬:০২
Parliament Panel urges Ministry of Defence to fully utilise allocated funds

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। —ফাইল চিত্র।

প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দের পুরোপুরি সদ্ব্যবহার করতে ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সোমবার এ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রককে আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ চলতি বছরের বাজেট বক্তৃতায় ২০২৫-২৬ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ৬ লক্ষ ৮১ হাজার টাকা করার কথা ঘোষণা করেছিলেন। ২০২৪-২৫ অর্থবর্ষে এই অঙ্ক ছিল ৬ লক্ষ ২১ হাজার কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে এই অঙ্ক ছিল ৫ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা। নির্মলা জানিয়েছিলেন, মোট বাজেট বরাদ্দের মধ্যে মূলধনি ব্যয়ের পরিমাণ ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা। অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনা এবং সশস্ত্র বাহিনীর তিন শাখার আধুনিকীকরণের জন্য এই অর্থ ব্যয় করা হবে।

পাশাপাশি, প্রতিরক্ষা গবেষণা ও উৎপাদন ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী। বিজেপি সাংসদ রাধামোহন সিংহের নেতৃত্বাধীন প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রতিরক্ষা প্রযুক্তি সংক্রান্ত গবেষণায় ‘ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা’ (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন বা ডিআরডিও)-র ভূমিকার প্রশংসা করা হয়েছে। এ ক্ষেত্রে বরাদ্দকৃত বাজেট তহবিলের সম্পূর্ণ ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রককে। কমিটি উন্নত বৈদ্যুতিন সমর উপকরণ, হাইপারসনিক প্রযুক্তি, মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন), লেজ়ার অস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক ক্ষেত্রে ডিআরডিও-র গবেষণায় আরও সহয়তার সুপারিশও করেছে।

defence budget of india India’s Defence Budget Rajnath Singh Defence Nirmala Sitharaman Indian Defence System
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy