তিন দশকেরও বেশি আগে সংরক্ষিত ভ্রুণ থেকে জন্ম হল শিশুর। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, গত ২৬ জুন পৃথিবীতে আগমণ হয়েছে যে থ্যাডডিউস ড্যানিয়েল পিয়ার্সের, সে পৃথিবীর ‘প্রাচীনতম’ শিশু। আমেরিকার ওহায়োর লন্ডনের বাসিন্দা লিন্ডসে পিয়ার্স ও তাঁর স্বামী টিম অনেক দিন ধরেই সন্তানের কথা ভাবছিলেন। লিন্ডা আর্চার্ডের ১৯৯৪ সালে সংরক্ষিত ভ্রুণকে ‘দত্তক’ নেন তাঁরা। তা থেকেই জন্ম থ্যাডডিউসের।
লিন্ডা আর্চার্ড ও তাঁর স্বামী ১৯৯০-এর দশকে প্রায় ছ’বছর ধরে চেষ্টার পরে আইভিএফ পদ্ধতির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন। তখন এই পদ্ধতি ছিল নতুন। ১৯৯৪ সালের মে মাসে এই পদ্ধতিতে চারটি ভ্রুণের সৃষ্টি হয়। তাদের মধ্যে একটি ভ্রুণকে লিন্ডার জরায়ুতে পাঠানো হয়। একটি স্বাস্থ্যবান মেয়ের জন্ম দেন তিনি। বাকি তিনটি ভ্রুণ সংরক্ষণ করা হয়। তারই একটি ভ্রুণ ব্যবহার করে জন্ম হয়েছে থ্যাডডিউসের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)