একটি প্রমাণ সাইজের কেক, উপরে চকোলেটের আস্তরণ। জন্মদিনে এমন একটা কেক পেয়ে মনের আনন্দে সেটি কাটতে উদ্যত হন এক মহিলা। কিন্তু এ কী! ছুরি ছোঁয়াতেই কেক যেন ফেটে গেল, বেরিয়ে এল এক রাশ জল। ম্যাজিকের মতো গায়েব হয়ে গেল আস্ত কেকটাই। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এক মহিলার টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, টেবিলের উপর সুসজ্জিত একটি প্লেটে রাখা আছে চকোলেট কেকটি। তার চার দিকে ক্রিম দিয়ে সাজানো হয়েছে। ওই মহিলার জন্মদিন উপলক্ষে এই আয়োজন। যথারীতি এবার সবার সামনে কেকটি কাটতে যান ওই মহিলা। কিন্তু কেকে ছুরি ছোঁয়াতেই চমকে যান বার্থডে গার্ল, কেক পেটে যায় সশব্দে।
এর পর রহস্য উদঘাটিত হয়, আসলে এটি কোনও কেক নয়, ছিল বেলুন। বেলুনের উপর চকলেটের আস্তরণ দিয়ে কেকের মতো করে সাজানো হয়েছিল। তাই ছুরির চাপ পড়তেই সেটি ফেটে যায়। আর ভিতের ভরে রাখা জল গোটা টেবিলে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: মাস্ক ছাড়াই ইনস্টায় সুন্দর সুন্দর ছবি পোস্ট করলেন সানিয়া
আরও পড়ুন: সৎছেলেকে বিয়ে করলেন রাশিয়ার এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
ভিডিয়োটি ১৪ জুলাই পোস্ট করা হয়েছিল। ইতিমধ্যেই সেটি প্রায় ৮৮ লাখ বার দেখা হয়েছে। কিন্তু প্রথমে ভিডিয়োটি সবার জন্য দেখার সুযোগ থাকলেও, পরে সেটির ভিউয়ার সেটিংস চেঞ্জ করে দেওয়া হয়। ফলে এখন ভিডিয়োটি দেখতে হলে ওই মহিলাকে ফলো করার রিকোয়েস্ট পাঠাতে হবে। সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হলে, তবেই ভিডিয়োটি দেখা যাবে।
দেখুন সেই ভিডিয়ো:
Donc là on a un gâteau qui n’est pas un gâteau??😭 Je vais devenir folle pic.twitter.com/xVhjyp7rI6
— Ohnanawhatsmyname❓ (@1ndls5) July 14, 2020