Advertisement
E-Paper

গাঁজার বিস্কুট দিয়ে চিকিৎসা! বিতর্কে চিকিৎসক

ছেলেকে নিয়ে ব্যতিব্যস্ত বাবা দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসকের। আর তার চিকিৎসার জন্য ডাক্তার প্রেসক্রিপশনে লিখেছিলেন ‘বিস্কুট’! তবে যে সে বিস্কুট নয়, সেই বিস্কুট তৈরি হয় গাঁজা দিয়ে!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ১৪:০৬
ছবি: শাটারস্টক

ছবি: শাটারস্টক

অসম্ভব বদমেজাজি শিশু। বয়স মাত্র চার হলেও তার তাণ্ডবে টেকা মুশকিল হচ্ছিল বাড়িতে বা স্কুলে। পড়াশোনাতে মন দেওয়ার বদলে সহপাঠীদের উত্তমমধ্যম দেওয়ার দিকেই বেশি মন ছিল তার। এ হেন ছেলেকে নিয়ে ব্যতিব্যস্ত বাবা দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসকের। আর তার চিকিৎসার জন্য ডাক্তার প্রেসক্রিপশনে লিখেছিলেন ‘বিস্কুট’! তবে যে সে বিস্কুট নয়, সেই বিস্কুট তৈরি হয় গাঁজা দিয়ে! শুনতে আশ্চর্য লাগলেও, আমেরিকার ক্যালিফোর্নিয়ার এমন ঘটনাই এতদিন পরে সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শিশুটিকে চিকিৎসার এমন নিদান দিয়েছেন উইলিয়াম আইডেলম্যান নামের এক চিকিৎসক। এই ঘটনা সামনে আসার পর থেকেই প্রতিবাদ ওঠে ওই চিকিৎসকের বিরুদ্ধে। ওই চিকিৎসকের লাইসেন্স কেড়ে নেওয়ার দাবিও উঠেছে। ব্যাপারটি খতিয়ে দেখছে বলে আশ্বাস দিয়েছেন ক্যালিফোর্নিয়া মেডিক্যাল বোর্ড। তবে বিপদ আঁচ করেই ক্যালিফোর্নিয়ার মেডিক্যাল বোর্ডের এমন দাবির বিপক্ষে ইতিমধ্যেই আপিল করেছেন আইডেলম্যান।

২০১২ সালে বদমেজাজি শিশুটিকে চিকিৎসার জন্য ওই চিকিৎসকের কাছে নিয়ে যান তার বাবা। সব দেখে-শুনে ওই শিশুটিকে বিস্কুটের সঙ্গে সামান্য গাঁজা খাইয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। কিন্তু কিছু দিন পরে স্কুলের নার্সের কাছে ধরা পড়ে যায় ব্যাপারটি। তখনই সেই চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি ওঠে।

আরও পড়ুন: সিনেমার মতো, ৭০ বছর দাম্পত্যের পর হাতে হাত রেখে বিদায় নিলেন এই দম্পতি

যদিও এই ঘটনায় উইলিয়াম সাফাই দিয়েছেন যে, ক্যালিফোর্নিয়ায় ১৯৯৪ সাল থেকেই চিকিৎসার কাজে গাঁজার ব্যবহার আইনসিদ্ধ। আরও বেশ কিছু শিশুর চিকিৎসার ক্ষেত্রে গাঁজা ব্যবহার করেছেন তিনি। ভাল ফলও পেয়েছেন।

আরও পড়ুন: অর্ধ শতক ধরে নাগাড়ে জ্বলে চলেছে এই নরকের দ্বার

এমনকি গাঁজার চিকিৎসায় আপত্তি নেই শিশুটির বাবারও। তিনি জানিয়েছেন যে, ওঁরও শৈশবে এই একই ধরনের সমস্যা ছিল। তাঁকেও এই ধরনের গাঁজার চিকিৎসারই আশ্রয় নিতে হয়েছিল। এর পর প্রাপ্তবয়স্ক হওয়ার পর গাঁজা তাঁর স্বভাব পরিবর্তন করেছিল বলে জানিয়েছেন তিনি। ঝগড়া-বিবাদে তাঁর স্ত্রীয়ের সঙ্গে ক্রমাগত খারাপ হয়ে চলেছিল তাঁর সম্পর্ক। কিন্তু গাঁজার কারণেই তাঁদের খারাপ হওয়া সম্পর্ক আবার ঠিক হতে শুরু করে বলে জানিয়েছেন তিনি।

Cannabis Cookies California US
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy