পরমাণু যুদ্ধ নিয়ে তাঁর সাম্প্রতিক হুমকি নিয়ে গোটা বিশ্বেই নিন্দার ঝড় উঠেছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে এ বার আক্রমণ করলেন আমেরিকার প্রতিরক্ষা দফতরের প্রাক্তন এক কর্তা। মাইকেল রুবিন নামে পেন্টাগনের প্রাক্তন ওই শীর্ষ কর্তা এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন, মুনির সম্প্রতি ফ্লরিডায় এসে আমেরিকার বর্তমান কিছু সেনাকর্তাদের সামনে পরমাণু যুদ্ধ নিয়ে যে ভাবে হুমকি দিয়েছেন, তা কোনও মতেই গ্রহণযোগ্য নয়। রুবিনের কথায়, ‘‘কথাগুলো শুনে মনে হয়েছে যে, মুনির যেন স্যুট পরিহিত ওসামা বিন লাদেন।’’
ফ্লরিডার ট্যাম্পায় আমেরিকান সেনার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুনির বলেছিলেন, ‘‘পাকিস্তান যদি ধ্বংস হয়, তা হলে অর্ধেক বিশ্বকে নিয়েই ধ্বংস হবে।’’ কূটনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, পাকিস্তানও যে পরমাণু শক্তিধর দেশ, আমেরিকার সামনে সেই বার্তাই দিতে চেয়েছিলেন মুনির। আর তাঁর এই মন্তব্য সরাসরি পরমাণু যুদ্ধের হুমকি বলেই ধরে নিয়েছে গোটা বিশ্ব। পড়শি দেশ ভারত তো বটেই, আরও অনেকেই মুনিরের এই প্ররোচনামূলক মন্তব্যের সমালোচনা করেছে।
ভারত গত কাল বিবৃতি দিয়ে বলেছে, ‘পাকিস্তানের থেকে এই ধরনের মন্তব্য প্রত্যাশা করা নতুন নয়। কিন্তু তৃতীয় কোনও বন্ধু রাষ্ট্রে দাঁড়িয়ে পাক সেনাপ্রধানের এই মন্তব্য অত্যন্ত দুঃখজনক।’ অর্থাৎ নাম না করে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকেও বার্তা দিয়েছে সাউথ ব্লক।
রুবিন ওই সাক্ষাৎকারে জানিয়েছেন, মুনির সম্প্রতি আমেরিকায় এসে যে মন্তব্য করেছেন, তার সঙ্গে ৯/১১-র হামলারসময়ে আল কায়দা প্রধানওসামা বিন লাদেনের মন্তব্যের মিল পাচ্ছেন তিনি। একটিরাষ্ট্রের সেনাপ্রধানের মুখে প্রয়াত জঙ্গিনেতার মন্তব্যের মিল থাকাটা যে উচিত নয়, তা-ও মনে করে দিয়েছেন পেন্টাগনের প্রাক্তন কর্তা। পাকিস্তান ‘দুবৃত্ত দেশের’ মতো আচরণ করছে বলেও জানিয়েছেন রুবিন। তাঁর কথায়, ‘‘আমেরিকানরা সন্ত্রাসবাদকে অত্যন্ত ক্ষোভের সঙ্গে দেখেন।তাঁরা জঙ্গিদের মতাদর্শে বিশ্বাস করেন না। মুনির যেন স্যুট পরা এক ওসামা বিন লাদেন।’’
এ দিকে, পাক সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির মাঝে ফের শিরোনামে সে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জ়ারদারি। তিনিও সরাসরি ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন গত কাল। পহেলগাম হামলার প্রেক্ষিতে সিন্ধু জলচুক্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। গতকাল এক্স হ্যান্ডলে ভারতের কাছে সিন্ধু চুক্তি মেনে ফের জল সরবরাহ চালু করার আর্জি জানিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজ়ির ভুট্টোর পুত্র বিলাবল অবশ্য জলচুক্তি নিয়ে সরাসরি নয়াদিল্লিকে হুমকিই দিয়েছেন। দ্রুত জল ছাড়ার কাজ না শুরু হলে যুদ্ধ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিলাবল।
পাকিস্তানের সাধারণ মানুষের উদ্দেশে বিলাবলের বার্তা, ‘‘নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকারের কার্যকলাপে পাকিস্তানের ক্ষতি হচ্ছে। মোদীর এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের উচিত একজোটহওয়া। আপনারা (পাকিস্তানের মানুষ) যুদ্ধে নেমে ছ’টি নদী ফিরিয়ে আনার জন্য যথেষ্টই শক্তিশালী। ভারত যদি এই পথেই হাঁটতে থাকে, তা হলে জাতীয় স্বার্থের জন্য আমাদের যুদ্ধ-সহ সব ধরনের রাস্তাই খোলা রাখতে হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)