পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে শনিবার অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের অপহরণের চেষ্টা প্রতিহত করার সময়ে এক সাংবাদিক খুনের অভিযোগ উঠল।
রবিবার বালোচ ইয়াকজেহতি কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, বালোচ সাংবাদিক আব্দুল লতিফকে তাঁর স্ত্রী এবং সন্তানদের সামনে গুলি করে খুন করা হয়েছে। লতিফ এত দিন ‘দৈনিক ইন্তিখাব’ এবং ‘আজ নিউজ’-এর মতো সংবাদপত্রেকাজ করেছেন।
পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘন এবং পাক সেনার বর্বরতার কথা নিজের প্রতিবেদনে তুলে ধরতেন লতিফ। যার জেরে একাধিকবার তাঁর পরিবারকে নিশানা করেছে পাকিস্তানি সেনা। মাস খানেক আগে লতিফের ছেলে সাইফ বালোচ ও তাঁর পরিবারের ৭ সদস্যকে জোর করে তুলে নিয়ে যায় পাক সেনা। পরে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)