রাস্তা দিয়ে চুল ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এক তরুণীকে। সেই সঙ্গে চলছে প্রচণ্ড মারধর। তার পর তাঁকে ব্রিজের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হল রাস্তার জলাশয়ে। ব্রাজিলে তোলা এই ভিডিও-ই আপাতত বিশ্ব জুড়ে ভাইরাল হয়ে উঠেছে। জানা গিয়েছে, স্বামীর প্রেমিকাকে উপযুক্ত শাস্তি দিতেই এই কাজ করেছেন ভিডিও-র ওই পিঙ্ক টপ পরা মহিলা। কালো হল্টারনেক পোশাকের যে মহিলাকে মারতে মারতে জলে ফেলে দেওয়া হয়েছে তিনি আদতে তাঁর স্বামীর প্রেমিকা।
পড়ুন
ডিভোর্স পেতে স্বামীকে আটকে রেখে ২৯ ঘণ্টা ধর্ষণ!
ভিডিওতে দেখা যাচ্ছে, আবাসনের গেট জড়িয়ে ধরে রয়েছেন কালো পোশাক পরা এক মহিলা। আর তাঁকে বেধড়ক মারধর করছেন আর এক মহিলা, যার পরনে গোলাপি পোশাক। এর পর স্বামীর ওই প্রেমিকাকে চুল ধরে টানাহেঁচড়া করা হয়। তার পর চুল ধরেই রাস্তা দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হয় এক জলাশয়ের ধারে। সেখানে আর এক মহিলার সাহায্য নিয়ে ধাক্কা মারতে মারতে ফেলে দেওয়া হয় সেখানে।
সেই ভিডিও দেখুন: