তালিবান কাবুলের দখল নেওয়ার পর থেকেই আফগানদের দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। এখনও দেশ ছাড়তে পারেননি বহু আফগান জনতা। তাঁরা চাইলে যাতে দেশ ছাড়তে পারেন সেই বিষয়েই তালিবানের সঙ্গে কথা বলতে রাজি জি-৭ অন্তর্ভুক্ত দেশগুলি। মঙ্গলবার বৈঠকে এই বিষয়ে সবাই একমত হয়েছেন বলেই জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠক শেষে জনসন বলেন, ‘‘জি-৭ বৈঠকে আমরা আফগানিস্তান থেকে মানুষকে বার করে আনার সঙ্গে সঙ্গে কী ভাবে তালিবানের সঙ্গে কথা চালানো হবে সেই বিষয়েও একমত হয়েছি। আমাদের প্রধান শর্ত হবে যদি ৩১ অগস্টের পরেও কেউ আফগানিস্তান ছাড়তে চান তাঁদের সুরক্ষিত ভাবে দেশ ছাড়তে দিতে হবে।’’