Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Taliban 2.0

Panjshir: পঞ্জশিরে যুদ্ধবিরতি চেয়ে তালিবানের সঙ্গে আলোচনার ডাক দিল নর্দার্ন অ্যালায়েন্স

যুদ্ধে নিহত হয়েছেন উত্তরের জোটের মুখপাত্র ফাহিম দাস্টি। তার পরেই তালিবান দাবি করেছে, পঞ্জশিরের আরও একটি প্রদেশ তাদের দখলে চলে এসেছে।

পঞ্জশিরে যুদ্ধবিরতি চাইছে উত্তরের জোট

পঞ্জশিরে যুদ্ধবিরতি চাইছে উত্তরের জোট ছবি সৌজন্যে রয়টার্স।

সংবাদ সংস্থা
কাবুল শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ ১০:০৫
Share: Save:

পঞ্জশিরে যুদ্ধবিরতির ডাক দিল আমরুল্লা সালেহ্ ও আহমদ মাসুদের নেতৃত্বাধীন নর্দার্ন অ্যালায়েন্স। যুদ্ধ শেষ করে তারা তালিবানের সঙ্গে আলোচনা করতে চায় বলেও জানিয়েছে উত্তরের প্রতিরোধ বাহিনী।
‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স অব আফগানিস্তান’ একটি বিবৃতি জারি করে বলেছে, ‘বর্তমান পরিস্থিতিতে তালিবানের সঙ্গে আলোচনা চালাতে রাজি প্রতিরোধ বাহিনী। আশা করছি তালিবান আমাদের আহ্বানে সাড়া দিয়ে সমস্যা সমাধানের পথে এগোবে। পঞ্জশিরে তালিব যোদ্ধারা ক্রমাগত আক্রমণ করছেন। ফলে দু’তরফেই অনেক প্রাণহানি হয়েছে। প্রতিরোধ বাহিনী যুদ্ধ শেষ করতে চায়। আশা করছি আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে।’

প্রতিরোধ বাহিনীর তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পঞ্জশির, আন্দারাব, পারওয়ান, কাপিসা প্রভৃতি এলাকায় তালিবানের আক্রমণের পিছনে কোনও ধর্মীয় বা মানবিক কারণ নেই। আমরা চাই তালিব যোদ্ধারা এই সব এলাকা থেকে সরে যাক। প্রতিরোধ বাহিনীও কোনও রকমের সঙ্ঘাতের দিকে যাবে না।’

পঞ্জশিরে তালিবান ও নর্দার্ন অ্যালায়েন্স মধ্যে প্রতিদিনই লড়াই চলছে। তালিবান ইতিমধ্যেই দাবি করেছে পঞ্জশির তাদের দখলে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন সালেহ্। এর মধ্যেই রবিবার যুদ্ধে নিহত হয়েছেন নর্দার্ন অ্যালায়েন্সের মুখপাত্র ফাহিম দাস্তি। তার পরেই তালিবানের এক মুখপাত্র জানিয়েছেন, পঞ্জশিরের আরও একটি প্রদেশ তাঁদের দখলে চলে এসেছে। এর মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব দিল নর্দার্ন অ্যালায়েন্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE