Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৩
International

ট্রাম্প আসার পর প্রথম ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

পরোক্ষে আমেরিকাকে বার্তা দিতেই পরীক্ষামূলক ভাবে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, রবিবার। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর এই প্রথম ব্যালিস্টিক মিসাইল পরখ করে দেখল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া ও মার্কিন প্রশাসনের পদস্থ কর্তারা এই খবর দিয়েছেন।

পরীক্ষামূলক ভাবে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। রবিবার।

পরীক্ষামূলক ভাবে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। রবিবার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:১৭
Share: Save:

পরোক্ষে আমেরিকাকে বার্তা দিতেই পরীক্ষামূলক ভাবে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, রবিবার। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর এই প্রথম ব্যালিস্টিক মিসাইল পরখ করে দেখল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া ও মার্কিন প্রশাসনের পদস্থ কর্তারা এই খবর দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার তদারকি প্রেসিডেন্ট হোয়াং কিও-আন বলেছেন, ‘‘ওই ব্যালিস্টিক মিসাইল পরখ করার জন্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় কি না, তা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে।’’ তবে দক্ষিণ কোরিয়ার তরফে এও জানানো হয়েছে, ওই মিসাইলটি আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) নয়।

ও দিকে, আমেরিকা সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এ দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি যৌথ সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘উত্তর কোরিয়ার এই ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করাটা একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সনদ মেনে চলতেই হবে উত্তর কোরিয়াকে। কিন্তু উত্তর কোরিয়া সেটা মেনে চলছে না।’’

আরও পড়ুন- ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ স্নোডেন ‘উপহার’ মস্কোর!

আর তার পর নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন, তা আরও বেশি নজরকাড়া। ট্রাম্পের কথায়, ‘‘আমি সবাইকেই এটা খুব স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাই যে আমেরিকা সব ব্যাপারেই পুরোপুরি জাপানের পাশে থাকবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE