Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সৌদির আকাশে প্রথম বার

বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার তেল আভিভগামী বিমান প্রথম বার উড়ে গেল সৌদি আরবের আকাশ দিয়ে। গত ৭০ বছর ধরে সৌদির আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ ছিল ইজরায়েলগামী যে কোনও বাণিজ্যিক বিমানের। সেই নিষেধাজ্ঞা উঠল এত দিনে। ফলে কমল দূরত্ব।

সংবাদ সংস্থা
তেল আভিভ শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৮ ০৩:৪৭
Share: Save:

ভারত থেকে ইজরায়েল যাত্রার সময় কমে গেল প্রায় পাঁচ ঘণ্টা। বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার তেল আভিভগামী বিমান প্রথম বার উড়ে গেল সৌদি আরবের আকাশ দিয়ে। গত ৭০ বছর ধরে সৌদির আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ ছিল ইজরায়েলগামী যে কোনও বাণিজ্যিক বিমানের। সেই নিষেধাজ্ঞা উঠল এত দিনে। ফলে কমল দূরত্ব।

এয়ার ইন্ডিয়ার বিমানটি ইজরায়েলের রাজধানী তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরে নামার পরেই তাকে সাদর অভ্যর্থনা জানানো হয়। ইজরায়েলের পর্যটনমন্ত্রী ইয়ারিন লেভিন একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে চিহ্নিত করেছেন। ভারতের বিমানমন্ত্রী সুরেশ প্রভু জানিয়েছেন, সৌদির আকাশসীমা খুলে যাওয়ার ফলে সময়ের সাশ্রয়ের পাশাপাশি বিমান চালানোর খরচও কমবে। ভবিষ্যতে পণ্য পরিবহণের ক্ষেত্রেও ব্যবহার করা হবে এই রুট।

অনেক মুসলিম রাষ্ট্রের মতোই এত দিন ইজরায়েলের উপরে নানাবিধ নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছিল সৌদি আরব। তবে বর্তমানে দু’দেশের কূটনীতিক সম্পর্কের উন্নতিই বরফ গলাতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। এ ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা নিয়েছে ভারত। দুই দেশের সঙ্গেই দিল্লির সম্পর্ক বেশ ভাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE