Advertisement
০৪ মে ২০২৪

বুরকিনা ফাসোয় হামলা আল-কায়েদার, মৃত ২০, আহত ১৫

বুরকিনা ফাসোয় আল-কায়েদা হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার রাতে ওয়াগোদুগোসের চার তারা হোটেল ও পাশের ক্যাপুচিনোয় হামলা চালায় আল-কায়েদা। রাষ্ট্রপূঞ্জের কর্মী ও বিদেশিদের কাছে জনপ্রিয় ওই হোটেলে বিস্ফোরণের পর প্রায় তিন ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। গত নভেম্বরে বোমাকোর র‌্যাডিসন ব্লু হোটেলে হামলার মাত্র দু’মাসের মধ্যে ফের জঙ্গি হানার শিকার হল পশ্চিম আফ্রিকা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৬ ০৯:২০
Share: Save:

বুরকিনা ফাসোয় আল-কায়েদা হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার রাতে ওয়াগোদুগোসের চার তারা হোটেল ও পাশের ক্যাপুচিনোয় হামলা চালায় আল-কায়েদা। রাষ্ট্রপূঞ্জের কর্মী ও বিদেশিদের কাছে জনপ্রিয় ওই হোটেলে বিস্ফোরণের পর প্রায় তিন ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। গত নভেম্বরে বোমাকোর র‌্যাডিসন ব্লু হোটেলে হামলার মাত্র দু’মাসের মধ্যে ফের জঙ্গি হানার শিকার হল পশ্চিম আফ্রিকা।

ওই দেশের বিদেশ মন্ত্রী আলপা ব্যারি জানিয়েছেন, ‘‘এখনও অনেকে আটকে রয়েছেন। হামলার জায়গা নিরাপত্তা কর্মীরা ঘিরে রেখেছেন।’’ হামলার পর হোটেলের সামনে প্রায় ১০টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শহরের প্রধান হাসাপাতাল সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে, ১৫ জন আহত, হোটেলে এখনও অন্তত ১৪৭ জন লুকিয়ে রয়েছেন।

আল-কায়েদার ইসলামিক মাঘরেব হামলার দায় স্বীকার করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Burkina Faso Al-Qaida
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE