Advertisement
E-Paper

অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে পাঠানো হল নির্বাসনে! আফ্রিকার গিনি বিসাউয়ে কুর্সিতে বসলেন সেনাপ্রধান

সেনাকর্তাদের জোট ‘হাই মিলিটারি কমান্ড ফর দ্য রেস্টোরেশন অব অর্ডার’-এর তরফে জানানো হয়েছে, অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরেই মেজর জেনারেল হোর্তা আর এক সেনাকর্তা মেজর জেনারেল টমাস জ্যাসিকে নতুন সেনাপ্রধান নিযুক্ত করেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১২:৪০
গিনি বিসাউয়ে সেনার তৎপরতা।

গিনি বিসাউয়ে সেনার তৎপরতা। ছবি: সংগৃহীত।

প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই বুধবার রাতে পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী। এ বার সে দেশের সেনাকর্তাদের নতুন জোট ‘হাই মিলিটারি কমান্ড ফর দ্য রেস্টোরেশন অফ অর্ডার’-এর তরফে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে কুর্সিতে বসলেন সেনাপ্রধান মেজর জেনারেল হোর্তা ইন্তা-আ।

সেনাকর্তাদের জোট ‘হাই মিলিটারি কমান্ড ফর দ্য রেস্টোরেশন অব অর্ডার’-এর তরফে বৃহস্পতিবার সকালে সরকারি টিভি চ্যানেলে বিবৃতি দিয়ে দেশে ‘নিরঙ্কুশ কর্তৃত্ব’ প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়েছিল। জানানো হয়েছিল, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সেনার তরফে বিবৃতি দিয়ে এমবালোকে বিশেষ বিমানে আফ্রিকার আর এক দেশ সেনেগালে নির্বাসনে পাঠানোর কথা জানানো হয়েছে। অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরেই মেজর জেনারেল হোর্তা আর এক সেনাকর্তা মেজর জেনারেল টমাস জ্যাসিকে নতুন সেনাপ্রধান নিযুক্ত করেছেন।

গত ২৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল গিনি বিসাউয়ে। কিন্তু বিদায়ী প্রেসিডেন্ট এমবালো এবং তাঁর প্রতিদ্বন্দ্বী হোসে মারিও ভাজ দু’জনেই জয়ের দাবি করেছিলেন। নির্বাচন কমিশনও কাউকে আনুষ্ঠানিক ভাবে জয়ী ঘোষণা না করায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল। এই আবহেই বুধবার রাতে ক্ষমতা দখল করে সেনা। বিদায়ী প্রেসিডেন্টের পাশাপাশি প্রধান বিরোধী দল পিএআইজিসির নেতা ডোমিঙ্গোস সিমোয়েস পেরেইরাকেও গ্রেফতার করা হয়েছে বলে সেনা জানায়। একদা ফ্রান্সের এই উপনিবেশ আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত। গিনি বিসাউয়ের উত্তরে সেনেগাল ও পূর্বে ও দক্ষিণে গিনি। সামরিক অবস্থানগত ভাবে গুরুত্বপূর্ণ এই দেশে গত কয়েক দশকে চিনের প্রভাব লক্ষণীয় ভাবে বেড়েছে। বেড়েছে, আন্তর্জাতিক কোকেন কারবারের সঙ্গে যোগসাজশের অভিযোগ। প্রসঙ্গত, গত পাঁচ বছরে পশ্চিম ও মধ্য আফ্রিকা অঞ্চলে এটি নবম সেনা অভ্যুত্থানের ঘটনা।

Army Coup Coup Military Coup Guinea-Bissau Africa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy