Advertisement
০৮ মে ২০২৪

আল কায়দা থেকে জঙ্গি ফুসলোচ্ছে আইসিস!

দলবদলের বাজারে এক দলের ফুটবলারদের গোপনে অন্য দলে সই করানোর খবর মাঝে মাঝেই পাওয়া যায়। তা নিয়ে দুই দলের মধ্যে ঝামেলা গড়ায় আদালত পর্যন্তও। রাজনৈতিক দলের ক্ষেত্রেও দলবদল খুবই স্বাভাবিক ঘটনা। এবং এই দল বদলের জেরে দুই দলের নেতাদের ঝগড়াতেও অভ্যস্ত মানুষ। সেই দল বদলের অভিযোগে এ বার এক অপরের বিরুদ্ধে সরব হল বিশ্বের দুই কুখ্যাত জঙ্গি সংগঠন অল কায়দা এবং আইএসআইএস।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৪৫
Share: Save:

দলবদলের বাজারে এক দলের ফুটবলারদের গোপনে অন্য দলে সই করানোর খবর মাঝে মাঝেই পাওয়া যায়। তা নিয়ে দুই দলের মধ্যে ঝামেলা গড়ায় আদালত পর্যন্তও। রাজনৈতিক দলের ক্ষেত্রেও দলবদল খুবই স্বাভাবিক ঘটনা। এবং এই দল বদলের জেরে দুই দলের নেতাদের ঝগড়াতেও অভ্যস্ত মানুষ। সেই দল বদলের অভিযোগে এ বার একে অপরের বিরুদ্ধে সরব হল বিশ্বের দুই কুখ্যাত জঙ্গি সংগঠন আল কায়দা এবং আইএসআইএস।
২০১১ সালে ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল কায়দার হাল ধরেন মিশরীয় আয়মান আল-জাওয়াহিরি। সিরিয়া এবং ইরাকে আইসিসের উত্থানের পর ক্রমশ শক্তি হারাতে থাকে এক সময়ের প্রবল ‘পরাক্রমী’ আল কায়দা। আর এর পর থেকেই বেশ কয়েক বার আইসিসের বিরোধিতা করতে দেখা গেছে জাওয়াহিরিকে। এ বার সেই বিরোধিতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে তাদের জঙ্গিদের ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করলেন জাওয়াহিরি। দিন কয়েক আগের এক রেডিও বিবৃতিতে আল কায়দার প্রধান বলেছেন, “আবু-বকর-আল-বাগদাদি এবং তাঁর সঙ্গিরা আমাদের যথেষ্ট ক্ষতি করেছে। আমাদের লোকেদের তাদের দলে যোগ দিতে জোর করা হচ্ছে। আমরা আমাদের সামান্য শক্তি দিয়ে হলেও এর প্রতিরোধ করব।”
সেই প্রতিরোধের পদ্ধতি নিয়ে কোনও কথা না বললেও আইসিসের সঙ্গে এক যোগে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন জাওয়াহিরি। তাঁর মতে, “পদ্ধতিগত ভাবে আইসিস প্রচুর ভুল করলেও সিরিয়া এবং ইরাকে তাদের কাজ নিয়ে আমরা খুশি। সেখানে আমরা থাকলে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রামে অংশ নিতাম।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE