Advertisement
০৯ সেপ্টেম্বর ২০২৪

কনের পোশাকে ‘টয়লেট পেপার’!

সেজেগুজে তৈরি কনেরা। কেউ পড়েছেন লেসের ঝালর দেওয়া ঝকঝকে লম্বা স্কার্ট, কেউ পড়েছেন কুঁচি দেওয়া ফুলেল গাউন, কারুর বা পরনে নকশাদার কাঁচুলি। শুধু ছাদনাতলায় যাওয়ার অপেক্ষা! কিন্তু এ পোশাকের রয়েছে অন্য মজা। কনেরাই যেন বলে উঠছেন..‘খুঁজে দেখতে শিখুন’।

পোশাক ত‌ৈরি হয়েছে ‘টয়লেট পেপার’ দিয়ে। ছবি: রয়টার্স।

পোশাক ত‌ৈরি হয়েছে ‘টয়লেট পেপার’ দিয়ে। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ১৩:১০
Share: Save:

সেজেগুজে তৈরি কনেরা। কেউ পড়েছেন লেসের ঝালর দেওয়া ঝকঝকে লম্বা স্কার্ট, কেউ পড়েছেন কুঁচি দেওয়া ফুলেল গাউন, কারুর বা পরনে নকশাদার কাঁচুলি। শুধু ছাদনাতলায় যাওয়ার অপেক্ষা! কিন্তু এ পোশাকের রয়েছে অন্য মজা। কনেরাই যেন বলে উঠছেন..‘খুঁজে দেখতে শিখুন’।

সুতি, লিনেন, তসর বা সিল্ক নয়। পোশাক ত‌ৈরি হয়েছে ‘টয়লেট পেপার’ দিয়ে। ডিজাইনারদের হাতের জাদুতে ‘টয়লেট পেপার’ হয়ে উঠেছে পোশাকের মূল উপকরণ। সম্প্রতি এ নিয়েই এক অভিনব প্রতিযোগিতার আসর বসেছিল লস অ্যাঞ্জেলসে। নিজেদের পোশাকের সম্ভার নিয়ে হাজির ছিলেন ১০ জন ডিজাইনার। জিতলে পুরস্কার ১০ হাজার ডলার। হবু কনেদের জন্য ‘রেডি টু ওয়্যার’ গাউনও বানিয়েছিলেন তাঁরা।

নিয়ম খুব সহজ। আয়োজকদের তরফে লাউরা গাউনি জানিয়েছেন, “পোশাকের মূল উপকরণ হিসাবে চারমিন টয়লেট পেপার ব্যবহার করা ছিল বাধ্যতামূলক। তার ওপর সুতোর বুনোট বা নিজস্ব নকশাদার ডিজাইন করেছেন প্রতিযোগীরা। তবে অন্য কোনও রকম ফ্যাব্রিক ব্যবহার করার অনুমতি ছিল না। ”

ফুলেল পোশাক তৈরি করে প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন ক্যারল টাচস্টোন। তাঁর কথায়, “টয়লেট পেপার দিয়ে ৪৫৮৫ টি ফুলের পাঁপড়ি তৈরি করেছি আমি। আর এটা করতে বিভিন্ন ধরনের আঠা এবং কাপড়ের ফিতে ব্যবহার করেছি।” এই সম্ভার থেকে হল্টারনেক পোশাক, জ্যাকেট, টপও বেছে নিয়েছিলেন কোনও কোনও মডেল। সব মিলিয়ে বিয়ের জন্য এ যেন এক রূপকথার সাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE