Advertisement
E-Paper

বসবে ককপিটে, রেহামের আবদার মেনে বিপাকে পাইলট

ফের বিতর্কে রেহাম। পাক ক্রিকেটার ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম। আর বিতর্ক হবে নাই বা কেন! এমন আবদার কেউ করেছে কখনও? যে সে আবদার নয়। পাইলটের কাছে তাঁর আবদার বিমানের ককপিটে বসার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৫ ১৪:৫০

ফের বিতর্কে রেহাম। পাক ক্রিকেটার ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম। আর বিতর্ক হবে নাই বা কেন! এমন আবদার কেউ করেছে কখনও? যে সে আবদার নয়। পাইলটের কাছে তাঁর আবদার বিমানের ককপিটে বসার। আর তাঁর আবদার রাখতে গিয়েই আইন ভাঙার অভিযোগ উঠেছে পাইলটের বিরুদ্ধে। আর রেহম? সমালোচনার মুখে পড়েছেন তিনি।

বৃহস্পতিবার রেহাম বিমানে লন্ডন থেকে লাহোর ফেরেন। ফেরার সময়ই পাইটলকে তিনি ককপিটে কিছু ক্ষণ বসতে দেওয়ার অনুরোধ করেন। তাঁর অনুরোধ ফেলতে পারেননি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস্‌ (পিআইএ) পিকে ৭৮৮-র পাইলট। তাতেই ঘটে বিপত্তি। বিমানের ককপিটে কয়েক মিনিট উঠে বসে পড়েন তিনি। ককপিটে কোনও যাত্রী যাওয়ার অনুমতি নেই। সেই আইন ভাঙায় পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হয়েছে।

রেহাম ইমরানের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন। ইমরানের রাজনৈতিক দল তেহরিক ইনসাফে রেহামের মাথা গলানো পছন্দ করতেন না ইমরান। এছাড়াও দু’জনের বৈবাহিক সম্পর্কেও যথেষ্ট টানাপড়েন ছিল। সম্প্রতিই তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়। ইমরানকে বিষ খাইয়ে খুন করার চেষ্টা করেছিল বলেও রেহামের নামে অভিযোগ রয়েছে।

International news Reham Khan Imran Khan Cockpit Pilot Reham request pilot to enter into cockpit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy