ক্ষমতায় এসেই অভিবাসন কমাতে কড়া পদক্ষেপ নিচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এইচ-১বি ভিসায় যাঁরা আমেরিকায় আসেন, তাঁদের সংখ্যা কমাতে তোড়জোড় শুরু করল ট্রাম্প প্রশাসন। ঘোষণা করেছেন, বিদেশি কর্মী কমাতে এইচ-১বি ভিসা প্রোগ্রাম সংস্কার করা হচ্ছে। এর আগেই এই ভিসা ফি বিপুল বাড়ানো হয়েছে।
ট্রাম্প সরকারের এই পদক্ষেপে বিপদে পড়বে আমেরিকান সংস্থাগুলিও। বিশেষ করে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। তারা বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ করতে গিয়ে বিপাকে পড়বে। হোমল্যান্ড সিকিয়োরিটি দফতর জানিয়েছে, সরকারের লক্ষ্য হল বিদেশিদের জন্য যোগ্যতার মাপকাঠি ব্যাপক ভাবে বাড়িয়ে দেওয়া হবে। তারা জানিয়েছে, আমেরিকানদের বেতন বৃদ্ধি ও তাঁদের কাজের সুযোগ বাড়াতে এই পদক্ষেপ।
নতুন নিয়মে আমেরিকান সংস্থাগুলি শুধু ‘বিশেষ কোনও কাজের’ জন্য বিদেশি কর্মী নিয়োগ করতে পারবে। ওই কর্মীর এমন কোনও যোগ্যতা থাকতে হবে, যা আর কারও নেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)