আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন বৈঠকের স্থান নির্ধারণ নিয়ে প্রশ্ন করায়, এক সাংবাদিকের পরিবারের প্রসঙ্গ তুলে সরাসরি আক্রমণ করলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
সোমবার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিক এসভি ডিটি (ট্রাম্প সমালোচক হিসেবে পরিচিত) হোয়াইট হাউসের প্রেস সচিব লিভিটকে মেসেজ পাঠিয়ে প্রশ্ন করেন, ‘হাঙ্গেরির বুদাপেস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের স্থান কে নির্বাচন করেছেন?’ এর উত্তরে পাল্টা লিভিট লেখেন, ‘আপনার মা’। তবে বিষয়টি এখানেই থেমে থাকেনি।
এর পরেই এক্স হ্যান্ডলে ওই কথোপকথনের একটি স্ক্রিনশট তুলে ধরেন করেন লিভিট এবং এসভি ডিটি-র ওই প্রশ্নকে তিনি ‘বামপন্থীদের চাল’ বলে দাবি করেন। পাশাপাশি, লিভিটের অভিযোগ, ওই সাংবাদিক কোনও সত্য জানায় আগ্রহী নন, বরং বছরের পর বছর ধরে ধারাবাহিক ভাবে ট্রাম্পকে আক্রমণ করে চলেছেন। লিভিটের মন্তব্য— ‘‘এসভি ডিটির সমাজমাধ্যম দেখলে মনে হয়, সেটি যেন ট্রাম্প-বিরোধী কোনও ব্যক্তির ব্যক্তিগত ডায়েরি। এই ধরনের ব্যক্তিরা সাংবাদিকের ছদ্মবেশ আসলে পেশার কলঙ্ক।”
সংবাদ সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত ট্রাম্প-পুতিনের আসন্ন বৈঠক নিয়ে হোয়াইট হাউসের তরফে কোনও স্থান নির্বাচন করা হয়নি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, ১৫ অগস্ট আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠক হলে, যুদ্ধবিরতি নিয়ে আদতে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। তবে সেই ঘটনার পরে আরও এক বার মুখোমুখো বৈঠকে বসতে চলেছেনদুই রাষ্ট্রনেতা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)