Advertisement
E-Paper

সহকর্মীকে ‘হ্যান্ডসাম’ বলায় বরখাস্ত টিভি সঞ্চালিকা

টিভিতে লাইভ সম্প্রচারের সময় পুরুষ সহকর্মীকে ‘হ্যান্ডসাম’ বলায় চাকরি গেল টিভি সঞ্চালিকার। দিন কয়েক আগে ঘটনাটি ঘটেছে কুয়েতে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০১৮ ১৩:০২
লাইভ সম্প্রচারের সময় সহকর্মীকে ‘হ্যান্ডসাম’ বলায় সাময়িক ভাবে বরখাস্ত করা হল সঞ্চালিকা বাসিমা আল-শামারকে। ছবি: টুইটারের সৌজন্যে।

লাইভ সম্প্রচারের সময় সহকর্মীকে ‘হ্যান্ডসাম’ বলায় সাময়িক ভাবে বরখাস্ত করা হল সঞ্চালিকা বাসিমা আল-শামারকে। ছবি: টুইটারের সৌজন্যে।

টিভিতে লাইভ সম্প্রচারের সময় পুরুষ সহকর্মীকে ‘হ্যান্ডসাম’ বলে বসেন টিভি সঞ্চালিকা। আর তাতেই বেজায় চটে যান মন্ত্রীমশাই। গণমাধ্যমে এই ধরনের ঘটনা নাকি একেবারেই শোভনীয় নয়। তাই শেষমেশ চাকরিই খোয়াতে হল সঞ্চালিকাকে। দিন কয়েক আগে ঘটনাটি ঘটেছে কুয়েতে।

কুয়েতে পুরসভা নির্বাচন চলছে। সেখানকার সরকারি টিভি চ্যানেলে ওই নির্বাচনেরই লাইভ সম্প্রচার করছিলেন বাসিমা আল-শামার নামে ওই সঞ্চালিকা। সংবাদ সংস্থা আল আরবিয়া ইংলিশ সূত্রে খবর, সম্প্রচার চলার সময় স্থানীয় রিপোর্টার নওয়াফ অল-শিরাকির সঙ্গে কথোপকথন শুরু হয় বাসিমার। সঞ্চালিকার প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিছুটা সময় নিজের ‘গুত্রা’ (মধ্যপ্রাচ্যে পুরুষদের ঐতিহ্যবাহী মাথা ঢাকার বস্ত্র) ঠিক করে নিচ্ছিলেন নওয়াফ। ততক্ষণে ক্যামেরা রোল করা শুরু করে দিয়েছে। বাসিমা তাঁকে বলেন, ‘‘গুত্রা ঠিক করার প্রয়োজন নেই। তুমি এমনিতেই খুব হ্যান্ডসাম।’’

গোটা ঘটনাকে ‘অশালীন’ আখ্যা দিয়ে বাসিমাকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে কুয়েতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বিধায়ক মহম্মদ অল-হায়াফ টুইটারে লিখেছেন, ‘‘একজন সরকারি টিভি চ্যানেলের সঞ্চালিকার এই ধরনের মন্তব্য কখনওই শোভনীয় নয়। ভবিষ্যতে এমন ঘটনা বরদাস্ত করা হবে না।’’

টুইটারে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো:

সৌদি আরবের দৈনিক আরব নিউজ জানিয়েছে, বাসিমার ওই মন্তব্যকে পর গোটা দেশের সংবাদ মাধ্যম মোটামুটি দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। ক্ষোভ ছড়িয়েছে জনগণের মধ্যেও। একদলের দাবি, এটা নিছক কৌতুক ছাড়া আর কিছুই নয়। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ওই মন্তব্য করেননি সঞ্চালিকা। আবার অন্য পক্ষ সুর চড়িয়েছে বাসিমার বিরুদ্ধে। তাদের দাবি, লাইভ অনুষ্ঠানে সহকর্মীকে এই ধরনের মন্তব্যের অর্থ ‘ফ্লার্ট’ ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন:

সাদ্দাম হুসেনের বিলাসবহুল প্রমোদতরী এখন কী কাজে আসে জানেন?

টেপ দিয়ে একরত্তির পা বাঁধলেন ডে-কেয়ার কর্মী

তবে কোনওরকম উদ্দেশ্য ছাড়াই ওই মন্তব্য করেছিলেন বলে জানিয়েছেন বাসিমা। তিনি বলেছেন, ‘‘নওয়াফকে আমি শুধু বলতে চেয়েছিলাম, তোমার গুত্রা খুবই সুন্দর আর সেটা পড়ে তোমাকেও খুব ভাল লাগছে। তাই আলাদা করে কোনও কিছু ঠিক করার দরকার নেই। তুমি বলতে শুরু কর। আমরা তোমার কথা শুনব বলে অপেক্ষা করে আছি।’’ সহকর্মীকে পুরোপুরি সমর্থন করেছেন নওয়াফও। তিনি বলেছেন, ‘‘মানুষ হিসেবে বাসিমার তুলনা হয় না। সবচেয়ে বড় কথা, তাঁর মতো দক্ষ সঞ্চালিকাও হয় না।’’

Kuwait TV Anchor Basima Al-Shammar Viral Video Nawaf Al-Shiraki Social Media Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy