Advertisement
২৩ জুলাই ২০২৪
Argentina

দিনের আলোয় ক্যামেরার সামনে রিপোর্টারের ফোন ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতী

ক্যামেরার সমানে দাঁড়িয়ে প্রস্তুত হচ্ছিলেন লাইভ টেলিকাস্টের জন্য। হঠাৎই এক ব্যক্তি দিয়েগোর হাত থেকে মোবাইল ছিনিয়ে কাছের একটি গলিতে ঢুকে পড়ে।

চোরের পিছনে রিপোর্টার। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

চোরের পিছনে রিপোর্টার। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
বুয়েনস আইরেস শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২০ ১৭:২২
Share: Save:

প্রস্তুতি নিচ্ছিলেন চ্যানেলের লাইভ অনুষ্ঠানের জন্য। কিন্তু শেষে ছুটতে দেখা গেল এক ছিনতাইবাজের পিছনে। গোটা ঘটনা ধরা পড়ল চ্যানেলের ক্যামেরাতেই। টিভি রিপোর্টারের সঙ্গে ঘটা এমন এক ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ঘটনাটি আর্জেন্টিনার বুয়েনস আইরেসের। স্থানীয় এক চ্যানেলের রিপোর্টার দিয়েগো ডেমারকো কর্ডলেস বুম নিয়ে ক্যামেরার সমানে দাঁড়িয়ে প্রস্তুত হচ্ছিলেন লাইভ টেলিকাস্টের জন্য। ভিডিয়োতে দেখা যাচ্ছে, হঠাৎই এক ব্যক্তি দিয়েগোর হাত থেকে মোবাইল ছিনিয়ে কাছের একটি গলিতে ঢুকে পড়ে। দিয়েগো তার পিছু নেন। কিন্তু চোরের গতির সঙ্গে পেরে ওঠেন না।

ভিডিয়োতে স্প্যানিশ ভাষায় দিয়েগোকে বলতে শোনা যাচ্ছে, ওই ফোন ছাড়া সে কাজ করতে পারবে না। সেটা ফিরিয়ে দিতে চোরকে বার বার বলছে। দিয়েগোর চিৎকার শুনে কয়েক জন স্থানীয় মানুষ বেরিয়ে আসেন। তাঁরাও চোর ধরার চেষ্টা করেন। কিন্তু কিছু দূরে গিয়েই চোর কোথায় হারিয়ে যায়।

আরও পড়ুন: কপালে সিং, সাপের মতো জিভ, অভূতপূর্ব লুকের এই জার্মানকে চেনেন?

আরও পড়ুন: বর্জ্য মাস্ক ডেকে আনছে নতুন ভয়, চোখ খুলে দিল সিগালের ছবি

পরে অনেক খোঁজাখুঁজির পর চোর ধরা পড়ে। ফোনটিও ফিরে পাওয়া যায়। ফোন ফিরে পেয়ে স্থানীয়দের ধন্যবাদ দেন দিয়েগো। শেষ পর্যন্ত লাইভ রিপোর্টিং শুরু করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Argentina TV Reporter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE