Advertisement
১৯ মে ২০২৪
Pakistan Prime Minister returns

নওয়াজ়ের বাজেয়াপ্ত সম্পত্তি ফেরাতে নির্দেশ

গত ২১ অক্টোবর পাকিস্তানে ফিরেছেন পিএমএল-এন প্রধান নওয়াজ়। এর পরে, গত ২৪ অক্টোবর তিনি বিচারক বশিরের বেঞ্চের সামনে সশরীর হাজিরা দেন।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফ।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফ। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ০৬:০১
Share: Save:

চার বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে সপ্তাহ দু’য়েক আগে লন্ডন থেকে পাকিস্তানে ফিরেছেন দেশের তিন বারের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফ। ২০২০ সালের তোষাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত সেই নওয়াজ়ের বাজেয়াপ্ত হওয়া যাবতীয় সম্পত্তি এ বার ফেরানোর নির্দেশ দিল পাকিস্তানের এক দুর্নীতি দমন আদালতের বিচারক মহম্মদ বশির।

গত ২১ অক্টোবর পাকিস্তানে ফিরেছেন পিএমএল-এন প্রধান নওয়াজ়। এর পরে, গত ২৪ অক্টোবর তিনি বিচারক বশিরের বেঞ্চের সামনে সশরীর হাজিরা দেন। আজ সেই তোষাখানা মামলার শুনানি ছিল দুর্নীতি দমন আদালতে। বিচারক নওয়াজ়ের চাষযোগ্য জমি, বেশ কয়েকটি বিদেশি গাড়ি এবং যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ২০২০ সালে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) তোষাখানা মামলায় নওয়াজ় শরিফের বিরুদ্ধে রিপোর্ট জমা দেওয়ার পরে এই সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন আদালত।

৭১ বছরের নওয়াজ় দেশে ফেরার আগেই তাঁর আইনজীবীরা ইসলামাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন। সেই সময়ে পাক দুর্নীতি দমন আদালত তোষাখানা মামলায় নওয়াজ়ের বিরুদ্ধে জারি থাকা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের নির্দেশ দেয়।

আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। সেই ভোটে নিজের দল পিএমএল-এনকে নেতৃত্ব দেওয়ার কথা নওয়াজ়েরই। সেই মতো দলীয় নেতৃত্বকে প্রস্তুতি নিতে নির্দেশও দেওয়া হয়েছে। নওয়াজ়ের ভাই তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ আগেই ঘোষণা করেছেন যে, তাঁদের দল ক্ষমতায় ফিরলে দাদা নওয়াজ়ই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nawaz Sarif Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE