শিশুদের যৌন নিগ্রহের উপাদান রয়েছে, এ রকম বিভিন্ন বিষয়বস্তুর ছড়িয়ে পড়া আটকাতে একটি ফিচার আনার কথা গত মাসে জানিয়েছিল অ্যাপল। কিন্তু নতুন একটি বিবৃতিতে সম্প্রতি তারা জানিয়েছে, এখনই সেই ফিচার আনা হচ্ছে না। যে সমস্ত প্রতিক্রিয়া এসেছে, তার ভিত্তিতে ফিচারটিকে আরও উন্নত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ওই প্রযুক্তি সংস্থা।
শিশুদের যৌন নিগ্রহকারী বিষয়বস্তু ছড়িয়ে পড়া রোধে একটি ফিচারের কথা জানিয়েছিল অ্যাপল। এই ফিচার আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীর কাছে শিশুদের যৌন নিপীড়নের ছবি বা ভিডিয়ো আছে কি না, তার উপর নজর রাখবে বলে জানিয়েছিল অ্যাপল। তা নিয়েই আপত্তি জানিয়েছিল বেশ কিছু সংস্থা। ওই ফিচার ব্যবহারকারীর গোপনীয়তা ভঙ্গ করবে বলে দাবি ছিল তাদের। এমনকি নাগরিকদের উপর নজরদারি চালানোর জন্য রাষ্ট্রের কাছে ওই ফিচার অস্ত্র হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিল তারা। এই সমালোচনার মুখে পড়েই ওই ফিচার এখনই না আনার কথা জানাল অ্যাপল।