Advertisement
১৫ অক্টোবর ২০২৪

মাদকাসক্ত বললেন রেহাম, জেমাইমার অভিনন্দন

ইমরান যে ‘মাদকাসক্ত’, ‘অসৎ’ এবং ‘আইনের তোয়াক্কা করেন না’, সে কথাও আজ বলেছেন রেহাম। তাঁর কথায়, ‘‘ইমরান বিরোধী স্বর শুনতে অভ্যস্ত নন। তাই তাঁর কথার বিরুদ্ধে কখনওই কিছু বলতে পারিনি। আর সে ভাবে ঘর করাও আমার পক্ষে সম্ভব হয়নি।’’

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৮ ০২:০৫
Share: Save:

ভোটের আগে তাঁকে সমানে জিজ্ঞাসা করা হত, ঠিক এই সময়ে বই প্রকাশ কি নেহাতই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে? তখন যা উত্তর দিতেন, ফল প্রকাশের পরেও সেই একই কথা বলেছেন সাংবাদিক রেহাম খান— ‘‘কারও রাজনৈতিক স্বপ্ন চুরমার করার জন্য তো আমি এই বই লিখিনি। বরং অনেক দিন ধরেই বলে এসেছি, তাঁর মতো ভাল রফতানির বস্তু আর আমাদের হাতে কী আছে!’’

ভাবী প্রধানমন্ত্রীর প্রাক্তন স্ত্রী তিনি। তাঁরই আত্মজীবনী ‘রেহাম খান’-এ নানা বিস্ফোরক মন্তব্য ইমরান খানের জনপ্রিয়তায় দাগ ফেলবে বলে আশঙ্কা করছিলেন অনেকেই। কিন্তু ফল প্রকাশের পরে দেখা যাচ্ছে, সে রকম আদপেই কিছু ঘটেনি। আর আজই এক দীর্ঘ নিবন্ধে রেহাম বলেছেন, তিনি ভালই জানতেন যে, পাকিস্তানের সাধারণ মানুষ ইমরানকেই তাঁদের নেতা হিসেবে মেনে নেবেন। তাঁর কথায়, ‘‘এর একমাত্র কারণ, গত চল্লিশ বছর ধরে আমরা এক জন নায়ককে খুঁজেছি। ইমরানই সেই নায়ক।’’

তবে ইমরান যে ‘মাদকাসক্ত’, ‘অসৎ’ এবং ‘আইনের তোয়াক্কা করেন না’, সে কথাও আজ বলেছেন রেহাম। তাঁর কথায়, ‘‘ইমরান বিরোধী স্বর শুনতে অভ্যস্ত নন। তাই তাঁর কথার বিরুদ্ধে কখনওই কিছু বলতে পারিনি। আর সে ভাবে ঘর করাও আমার পক্ষে সম্ভব হয়নি।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘আমি ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলাম, কিন্তু পাকিস্তানকে এখন ওঁর সঙ্গেই ঘর করতে হবে।’’

কাছে-দূরে: জেমাইমার সঙ্গে ইমরান। ফাইল চিত্র

দ্বিতীয় স্ত্রীর লাগাতার সমালোচনার অন্য প্রান্তে রয়েছেন ইমরানের প্রথম স্ত্রী, তাঁর দুই ছেলের মা জেমাইমা গোল্ডস্মিথ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ইমরানের পাকিস্তান তেহরিক-এ-ইনসাফই জিতছে এটা আজ স্পষ্ট হওয়া মাত্র জেমাইমা টুইট করেন, ‘‘২২ বছর ধরে অনেক অপমান, বাধা ও আত্মত্যাগের পরে আমার সন্তানদের পিতা পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। আত্মবিশ্বাস, হার না-মানা এবং হাল না-ছাড়ার পাঠ তাঁর এই সফর। অভিনন্দন ইমরান খান।’’কালও তিনি টুইট করে বলেছিলেন, ‘‘আশা করি, আপনাদের ভোট সার্থক হবে। যে নেতার উপরে আপনারা আস্থা রেখেছেন, তাঁকেই পাবেন।’’

দুই প্রাক্তনীর নরম-গরম মন্তব্যের মধ্যে এখনও একবারও মুখ খোলেননি ইমরানের বর্তমান স্ত্রী, আধ্যাত্মিক গুরু বুশরা মানেকা। জানুয়ারিতেই তাঁর সঙ্গে বিয়ে হয় ইমরানের। কিন্তু মাস দুয়েকের মধ্যে রটে যায়, ইমরানের কুকুরদের দৌরাত্ম্যে সাধনায় ব্যাঘাত ঘটছে বুশরার। তাই ইমরানের বাড়ি ছেড়েছেন তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE