নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি তুলে টুইটারে পোস্ট করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ছবির ক্যাপশনে প্রশংসায় ভরিয়ে দিলেন নরেন্দ্র মোদীকে।
জাপানের ওসাকায় জি ২০ সামিট চলছে। সেখানেই মোদীর সঙ্গে দেখা হয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের। দু’জনের মধ্যে বেশ কিছু ক্ষণ বৈঠকও হয়। আর তারপরই মোদীর সঙ্গে সেলফি নেন তিনি। নিজের টুইটার হ্যান্ডলে সে ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী স্কট ক্যাপশন লেখেন, ‘ কিতনা আচ্ছা হ্যায় মোদী (মোদী খুব ভাল)!’।
জি ২০ সম্মেলনে শনিবার ইন্দোনেশিয়া এবং ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা ভাবে দ্বিপাক্ষিক ব্যবসা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগের দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি চিনফিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা হয়েছে তাঁর।
Kithana acha he Modi! #G20OsakaSummit pic.twitter.com/BC6DyuX4lf
— Scott Morrison (@ScottMorrisonMP) June 28, 2019
আরও পড়ুন: ট্রাম্পকে আলিঙ্গন করা হল না মোদীর
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।